X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জীবিত মেয়েশিশু রেখে মৃত ছেলেশিশু বুঝিয়ে দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ এপ্রিল ২০১৮, ১৫:৫৩আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৬:১৫

চাইল্ড কেয়ার ক্লিনিক চট্টগ্রাম নগরীর বেসরকারি ক্লিনিক চাইল্ড কেয়ারে চিকিৎসার জন্য মেয়েশিশুকে ক্লিনিকে নেওয়ার পর একটি ছেলেশিশুর লাশ ধরিয়ে দেওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।
এর আগে মঙ্গলবার (১৭ এপ্রিল) সকালে রোকসানা আক্তার নামের এক গৃহবধূর নবজাতক কন্যাশিশুকে রেখে একটি মৃত শিশু গছিয়ে দেওয়া হয়। পরে জানাজার জন্য গোসল করানোর সময় সবাই দেখতে পান সেটি ছেলেশিশু। পরে বিষয়টি নিয়ে ওই পরিবার থানায় অভিযোগ করলে বুধবার সকালে ওই মায়ের হাতে তার কন্যাশিশুকে তুলে দেয় চাইল্ড কেয়ার কর্তৃপক্ষ। বর্তমানে শিশুটি জিইসির বেসরকারি রয়েল হাসপাতালের আইসিইউতে ভর্তি।
আজিজুর রহমান সিদ্দিকী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এএম মুজিবুল হক খানের নির্দেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথকে আহ্বায়ক করে এ কমিটিতে একই হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. শাহ আলমকে সদস্য সচিব ও সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা শাহেদুল ইসলামকে সদস্য করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘আমি আজ বেলা ১১টার দিকে রয়েল হাসপাতালে গিয়ে দেখে এসেছি। নবজাতকের মায়ের সঙ্গে কথা বলেছি। তাকে আশ্বস্ত করেছি, তার মেয়ের জন্য যা যা করণীয় আমরা করবো। চিকিৎসকরা শিশুটিকে এনআইসিইউ থেকে স্থানান্তরের উপযোগী বললেই আমরা তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাবো। সেখানে তাকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।’

আরও পড়ুন:
জীবিত মেয়েশিশু রেখে বুঝিয়ে দেওয়া হলো মৃত ছেলেশিশু

/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা