X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বড় ভাইয়ের শাবলের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

যশোর প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৮, ১৮:৪৫আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৮:৪৮

যশোর

জমি নিয়ে বিরোধের জের ধরে যশোরের মণিরামপুরে বড় ভাইয়ের শাবলের আঘাতে জগবন্ধু দাস (৫৬) নামের এক ছোট ভাই মারা গেছেন। এ ঘটনায় পুলিশ নিহতের বড় ভাই শ্যামপদ দাস (৬০), তার স্ত্রী মায়া রাণী দাস (৫০) ও মেয়ে পার্বতী রাণী দাস (১৭)-কে গ্রেফতার করেছে। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত জগবন্ধু ওই এলাকার অন্নচরণ দাসের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার ঝাঁপা গ্রামের পাটুনিপাড়ায় এ ঘটনা ঘটে। স্বজনরা আহত জগবন্ধু দাসকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জগবন্ধুর স্ত্রী জোসনা বলেন, ‘বাড়িতে একটি মন্দির তৈরির কাজ চলছিল। শ্যামপদ পথ না রেখেই মন্দির নির্মাণ করাচ্ছিলেন। সকালে আমার স্বামী তাকে কাজ করাতে নিষেধ করলে কথাকাটাকাটির একপর্যায়ে সে শাবল ও ইট দিয়ে জগবন্ধু দাসের মাথায় আঘাত করেন। এসময় সে (জগবন্ধু) পড়ে গেলে তার বুকের ওপর উঠে ইচ্ছামতো পাড়ায় শ্যামপদ। বাবাকে মারতে দেখে মেয়ে শম্পা এগিয়ে গেলে তাকেও পেটায় শ্যামপদের স্ত্রী মায়া ও মেয়ে পার্বতী। স্বামী ও মেয়েকে বাঁচাতে গেলে আমাকেও পিটিয়ে আহত করে ওরা।’

মণিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজিব কুমার পাল বলেন, ‘হাসপাতালে আনার আগেই জগবন্ধুর মৃত্যু হয়েছে।’

স্থানীয়রা জানায়, মারামারির ঘটনায় একজন নিহতের খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হয় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় শ্যামপদ আটক হন। পরে হাসপাতালের মহিলা ওয়ার্ড থেকে গ্রেফতার করা হয় শ্যামপদের স্ত্রী মায়া ও মেয়ে পার্বতীকে।

মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন বলেন, ‘শ্যামপদকে আটক করা হয়েছে। তার স্ত্রী মায়া ও মেয়ে পার্বতী পুলিশ পাহারায় হাসপাতালে রয়েছে।’

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়