X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

রাজশাহীতে গ্রেফতার সাত জেএমবি সদস্য কারাগারে

রাজশাহী প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৮, ২৩:৪০আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ২৩:৪৫

গ্রেফতার জেএমবি সদস্যদের একাংশ

রাজশাহী গোদাগাড়ী উপজেলা থেকে গ্রেফতার হওয়ো সাত জেএমবি সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শরিফুল ইসলাম তাদের কারাগারে প্রেরণ করেন।

জেলা কোর্ট ইন্সপেক্টর খুরশিদা বানু কণা এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রিমান্ডের আবেদন আমাদের কাছে আসেনি। তবে পরবর্তী তারিখে হয়তো এটা জানা যাবে।

এ ব্যাপারে রাজশাহী জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) আব্দুর রাজ্জাক খান বলেন, ‘বুধবার (১৮ এপ্রিল) বিকালে জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর আতাউর রহমান বাদী হয়ে গোদাগাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত করছেন জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর খালেদ। গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে প্রেরণ করেছেন। পুলিশ তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে আদালতে।

উল্লেখ্য, ১১ এপ্রিল দিবাগত রাতে গোদাগাড়ী থেকে একই পরিবারের ছয় নারীসহ সাত জেএমবি সদস্যকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার ছয় নারীর মধ্যে পাঁচ জনই কলেজছাত্রী। তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ধর্মের অপব্যাখা দিয়ে কর্মী সংগ্রহের অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি এরা পহেলা বৈশাখকে বিজাতীয় কালচার উল্লেখ সাম্প্রদায়িক উস্কানিমূলক লিফলেট বিতরণ করেছিল।

গ্রেফতারকৃতরা হলো- ছয়ঘাটি গ্রামের মৃত কইমুদ্দীন শেখের ছেলে হাসান আলী (৪৩), তার স্ত্রী শেফালী খাতুন (৩৫), তার দুই মেয়ে ফারিহা খাতুন কনা (১৭) ও হানুফা খাতুন (১৯) এবং তার ভাই মৃত রেজাউল করিমের তিন মেয়ে ফারজানা আক্তার সুইটি (১৭), রাজিয়া সুলতানা তিশা (২২) ও রোজিনা সুলতানা কলি (২৫)।

এদের মধ্যে কনা ও সুইটি পহেলা বৈশাখকে হিন্দুয়ানি কালচার উল্লেখ করে লিফলেট বিতরণ করেছে। তারা দু’জনই গোদাগাড়ী উপজেলার প্রেমতলী ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের শিক্ষার্থী। হানুফা খাতুন রাজশাহী সরকারি মহিলা কলেজে ফিজিক্সের প্রথম বর্ষের শিক্ষার্থী, তিশা রাজশাহী কলেজে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করছেন এবং কলি প্রেমতলী ডিগ্রি কলেজ থেকে ডিগ্রি পাস করেছেন। আর হাসান আলী জেএমবির তালিকাভুক্ত, তিনি গোদাগাড়ীর বেণীপুর জঙ্গি হামলার সঙ্গে সম্পৃক্ত বলে পুলিশ তদন্তের মাধ্যমে জানতে পেরেছে। 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি