X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্য খাতে এত উন্নয়ন অন্য সরকারের সময় হয়নি: দীপু মনি

দিনাজপুর প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৮, ১০:০৪আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ১০:১৩

সন্ধানীর ৩৭তম কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন দীপু মনি শেখ হাসিনার ক্ষমতায় থাকাকালে দেশের স্বাস্থ্য খাতে যে উন্নয়ন হয়েছে, তা আগে কখনও হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ডা. দীপু মনি। তিনি বলেন, ‘আমাদের সরকারের মেয়াদে সরকারি হাসপাতালগুলোর অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে এত উন্নয়ন আর কোনও সরকার করেনি।’
বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দুপুরে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজে রক্তদান কর্মসূচি নিয়ে কাজ করা সংগঠন সন্ধানীর ৩৭তম কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দীপু মনি।
অনুষ্ঠানে চিকিৎসকদের কর্তব্য স্মরণ করিয়ে দিয়ে দীপু মনি বলেন, ‘চিকিৎসা পেশা মহান পেশা। আজীবন এই পেশার মানুষদেরকে সেবা করে যেতে হয়। চিকিৎসকদের তাদের সেবামূলক দায়িত্ব থেকে সরে যাওয়ার কোনও উপায়ও নেই।’
সন্ধানীর কার্যক্রম বিষয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘সন্ধানী তার জন্মলগ্ন থেকে গরীব ও অসহায় রোগীদেরকে সেবা দিয়ে আসছে। দেশে ২২টি ইউনিট তাদের সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। রক্তদান ছাড়াও চক্ষুদানও করে থাকে সন্ধানী। এই সংগঠনটির দেখাদেখি এখন অনেক সংগঠন গড়ে উঠেছে। এতে করে সেবার যে কার্যক্রম তা আরও প্রসারিত হয়েছে।’
এর আগে, জাতীয় সংগীতের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। পরে একটি র্যা লি কলেজের ক্যাম্পাস প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা, দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. কান্তা রায় রিমি প্রমুখ।

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা