X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

রাজনীতি উন্নয়নের জন্য, চাপাবাজির জন্য নয়: পানিসম্পদমন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৮, ১০:৩৯আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ১১:০১

অনুষ্ঠানে মঞ্চে আনোয়ার হোসেন মঞ্জু রাজনীতিতে চাপাবাজদের স্থান নেই বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। তিনি বলেন, ‘রাজনীতি হবে উন্নয়নের জন্য, চাপাবাজির জন্য রাজনীতি নয়। যারা কাজ না করে চাপাবাজি করে, রাজনীতিতে তাদের স্থান নেই।’
বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বিকালে পিরোজপুরের ইন্দুরকানীতে পাড়েরহাট, পত্তাশী ও বালিপাড়া ইউনিয়নের বলেশ্বর ও কঁচা নদীর তীরবর্তী ক্ষতিগ্রস্ত বেড়ি বাঁধের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদমন্ত্রী এসব কথা বলেন। পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে এসব বেড়ি বাঁধের পুনঃনির্মাণ কাজ চলছে।
বেড়ি বাঁধ পুনঃনির্মাণের কাজের উদ্বোধন করছেন পানিসম্পদমন্ত্রী অনুষ্ঠানে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘দেশে যে কত উন্নয়নের কাজ হয়, তা আপনারা কল্পনাও করতে পারবেন না। কিন্তু ঠিকাদাররা ঠিকমতো কাজ না করায় উন্নয়ন ব্যাহত হয়।’ তিনি বলেন, ‘আমি এলাকায় রাজনীতি করি না, উন্নয়নের কাজ করি। আমি এলাকার উন্নয়নে বেড়ি বাঁধ, সড়ক নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি। আপনারা আমার সঙ্গে থাকলে এলাকায় আরও উন্নয়ন হবে।’
বালিপাড়া ইউনিয়নের কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যলয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আতিকুল উজ্জল তালুকদার, ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম মতিউর রহমান, উপজেলা জেপি’র সভাপতি আসাদুল কবির তালুকদার স্বপন, প্রমুখ।

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানসহ ২৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
উপজেলা নির্বাচনচেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানসহ ২৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন অপহরণের শিকার সেই প্রার্থী
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন অপহরণের শিকার সেই প্রার্থী
‘হোম অব ক্রিকেটে’ বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
‘হোম অব ক্রিকেটে’ বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ