X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

খতমে নবুয়তের মহাসমাবেশে কাদিয়ানিদের সরকারিভাবে নিষিদ্ধের দাবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৮, ১৬:০৯আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ১৬:১৬

ব্রাহ্মণবাড়িয়ায় আহমদিয়াবিরোধী মহাসমাবেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া দুই ঘণ্টা সময়ের মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শান্তিপূর্ণভাবে আহমদিয়াবিরোধী খতমে নবুয়তের মহাসমাবেশ শেষ হয়েছে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজ শুক্রবার (২০ এপ্রিল) সকাল ১০টায় নাসিরনগর সদরের জামিয়া রমিজিয়া সিদ্দিকিয়া মাদ্রসার মাঠে সমাবেশ শুরু হয় এবং দুপুর ১২টার মধ্যে শেষ হয়। সমাবেশে বক্তারা সরকারিভাবে আহমদিয়াদের (কাদিয়ানি) নিষিদ্ধ করার দাবি জানান।

বক্তারা বলেন, ‘আহমদিয়াদের সব ধরনের কার্যক্রম বন্ধ করতে হবে। তাদের সরকারিভাবে নিষিদ্ধ করতে হবে। শুধু নাসিরনগরের নাসিরপুর নয়, সারাদেশ থেকে এদের অপতৎপরতা বন্ধ করতে হবে। অন্যথায় তৌহিদী জনতার আন্দোলন অব্যাহত থাকবে।’ ব্রাহ্মণবাড়িয়ায় আহমদিয়াবিরোধী মহাসমাবেশ উপলক্ষে কঠোর নিরাপত্তা

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী। নাসিরনগর কওমি ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা সামছুদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আল্লামা মনিরুজ্জামান সিরাজী, মুফতি মোবারক উল্লাহ্, আব্দুর রহিম কাসেমী, মাওলানা অলিউর রহমান হামিদি মাজহারুল হক কাসেমী ও মাওলানা সাজেদুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় আহমদিয়াবিরোধী মহাসমাবেশ উপলক্ষে কঠোর নিরাপত্তা

এদিকে আহমদিয়াবিরোধী সমাবেশকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকে পুরো নাসিরনগর জুরে থমথমে পরিস্থিতি তৈরি হয়। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় পুরো নাসিরনগর উপজেলা সদরে ৮২৯জন পুলিশ সদস্য, দুই প্লাটুন বিজিবি, এক প্লাটুন র‌্যাব মোতায়েন করা হয়। এছাড়া সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জন পাল জানান, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শান্তিপূর্ণভাবে খতমে নবুয়তের মহাসমাবেশ শেষ হয়েছে।’ ব্রাহ্মণবাড়িয়ায় আহমদিয়াবিরোধী মহাসমাবেশ উপলক্ষে কঠোর নিরাপত্তা

উল্লেখ্য, গত ১ এপ্রিল আহমদিয়াবিরোধী মহাসমাবেশের ডাক দেয় নাসিরনগর কওমি উলামা পরিষদ। তবে ওই সময়ে সভার অনুমোদন না পাওয়ায় আজ ২০ এপ্রিল যে কোনও মূল্যে সমাবেশ করার ঘোষণা দেন সংগঠনের নেতারা। এ ঘটনা নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে দুই ঘণ্টার জন্য শর্ত সাপেক্ষে সভা করার অনুমতি দেওয়া হয়।

আরও পড়ুন- 

নাসিরনগরে খতমে নবুয়তের মহাসমাবেশ ঘিরে আতঙ্কে আহমদিয়া সম্প্রদায়

আতঙ্কে নাসিরনগরের আহমদিয়া সম্প্রদায়

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’