X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

দুই সপ্তাহের ব্যবধানে হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা

হিলি প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৮, ১৬:৫৭আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ১৭:৩৯

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বেড়ে যাওয়ায় দেশের বাজারে পণ্যটির সরবরাহ বেড়েছে। ফলে দুই সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা।

হিলি স্থলবন্দরে খালাসের অপেক্ষায় পেঁয়াজের ট্রাক
হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা যায়, বন্দর দিয়ে আগে গড়ে প্রতিদিন ২০ থেকে ২৫ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে চাহিদা বাড়ায় প্রতিদিন ৪০ থেকে ৫০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। সে হিসেবে এপ্রিল মাসের ১ থেকে ১৮ তারিখ পর্যন্ত বন্দর দিয়ে ৪২২টি ট্রাকে ৮ হাজার ৮১১ টন পেঁয়াজ আমদানি হয়েছে। গত মার্চ মাসে ৬৩০টি ট্রাকে ১৩ হাজার ১৬৩ টন পেঁয়াজ আমদানি হয়েছিল।

হিলি স্থলবন্দরে ভারত থেকে সাউথ, নাসিক, ইন্দোর ও সুখসাগর জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। আর আমদানিকৃত এসব পেঁয়াজের মধ্যে সুখসাগর জাতের পেয়াঁজ পাইকারিতে (ট্রাকসেল) সাড়ে ১২ টাকা থেকে ১৩ টাকা আর ইন্দোর জাতের পেঁয়াজ সাড়ে ১৫ টাকা থেকে ১৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নাসিক ও সাউথ জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৭ টাকা কেজিতে। দুই সপ্তাহ আগে এসব জাতের পেঁয়াজ ৫ টাকা বাড়তি দামে বিক্রি হয়েছিল।

হিলির স্থানীয় বাজার ঘুরে দেখা গেছে, ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ প্রকারভেদে ১৮ থেকে ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আগে এসব জাতের পেঁয়াজ ৫ থেকে ৭ টাকা বাড়তি দামে বিক্রি হয়েছিল।

পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশীদ হারুন ও ব্যবসায়ী রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে নতুন জাতের পেঁয়াজ ওঠার ফলে বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় আমদানি করা ভারতীয় পেঁয়াজের চাহিদা কমে গিয়েছিল। এ অবস্থায় দেশে পেঁয়াজ আমদানি করে লোকসান হওয়ায় বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি কমে গিয়েছিল। বর্তমানে আমদানিকৃত পেঁয়াজ প্রকারভেদে ১২ টাকা থেকে ১৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা আগে ১৭ টাকা থেকে ২২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল।

এছাড়া আগে প্রতিদিন ২০ থেকে ২৫ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও চাহিদা বাড়ায় বন্দর দিয়ে বর্তমানে গড়ে প্রতিদিন ৪০ থেকে ৫০ ট্রাক পেয়াঁজ আমদানি হচ্ছে বলেও জানান তিনি।

/এমও/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’