X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

বাজেটে ব্যবসায়ীদের সুবিধা দেওয়ার আশ্বাস এনবিআর চেয়ারম্যানের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ এপ্রিল ২০১৮, ১৯:৫৬আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ২০:০৬

মতবিনিময় সভা আগামী বাজেটে ব্যবসায়ীদের সুবিধা দেওয়া আশ্বাস দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি বলেন, ‘আমরা ব্যবসায়ীদের কিছু সুবিধা দেবো। যাতে তারা ভালোভাবে ব্যবসা করতে পারেন। কারণ ব্যবসা বাড়লে দেশের রেভিনিউ বাড়ে। বিশেষ করে আমরা করপোরেট ট্যাক্সের ক্ষেত্রে তাদের সুবিধা দিতে চাই।’

কিছু কিছু বড় প্রতিষ্ঠান প্রকৃত আয় গোপন করে অভিযোগ করে তিনি বলেন, ‘ব্যবসায়ীরা যদি এসব বিষয়ে স্বচ্ছ হন, তাহলে আমরা রেভিনিউ নির্ধারণের ক্ষেত্রে উদার হতে পারি।’

শনিবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় নগরীর আগ্রাবদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত প্রাক-বাজেট মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমাদের জিডিপি যে হারে বাড়ছে, সেভাবে রেভিনিউ বাড়ছে না। আমাদের জীবনযাত্রার মান বেড়েছে বলে কর সীমা বাড়ানোর দাবি আছে। করের আয়সীমা আড়াই লাখ থেকে সাড়ে তিন লাখ টাকা করা হয়। সেক্ষেত্রে এখন যারা কর দিয়েছেন তারা হয়তো আর করের আওতায় থাকবেন না। করের হার কমালে করদাতার সংখ্যা কমবে না। তবে তখন রেভিনিউ কমে যাবে।’

বন্দরে কন্টেইনার জট নিয়ে মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘এই ক্ষেত্রে দুই দিক থেকে সমস্যা সৃষ্টি হয়ে থাকে। কাস্টমসের দিক থেকে সমস্যা হলো মাঝেমধ্যে তারা দেরি করে। আমদানিকারকদের দিক থেকেও সমস্যা আছে। অনেকসময় মাল খালাসের জন্য সিঅ্যান্ডএফ এজেন্টকে খুঁজে পাওয়া যায় না। আমি চাই উভয় পক্ষ স্বচ্ছ ও দ্রুততার সঙ্গে কাজ করুক। তাহলে আমদানি বাড়বে, অনেক বেশি রাজস্ব পাওয়া যাবে।’

এরপর দুপুর ১টায় চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের পরিচালক  ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এনবিআর চেয়ারম্যান। মেট্রোপলিটন চেম্বার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় তিনি বলেন, ‘মুদ্রণ শিল্প, জাহাজ নির্মাণ শিল্পের সঙ্গে জড়িত কিছু পণ্যের ডিউটি ফি নিয়ে আপনারা কথা বলেছেন। আমরা সেগুলো গুরুত্ব সহকারে নিয়েছি। আরেকটি বিষয়ে আপনারা বলেছেন ফিনিশড গুডসের ক্ষেত্রে ডিউটি কম থাকে অথচ একই পণ্য তৈরি করার জন্য যে মেটেরিয়ালস আমদানি করা হয়, সেগুলোতে বেশি ডিউটি ফি গুনতে হয়। এটি অত্যন্ত দুঃখজনক। এটি নিয়ে আপনারা আগে কখনও কিছু বলেননি। পাশাপাশি হয়তো আমাদের কর্মকর্তাদের অজ্ঞতার কারণে এটি হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখবো।’

তিনি আরও বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, যেসব পণ্য দেশের চাহিদা পূরণের জন্য দেশের অভ্যন্তরে তৈরি করা হয় সেসব পণ্যের কাঁচামাল আমদানিতে খুব বেশি করারোপ করা হবে না।

অপ্রদর্শিত আয় অর্থাৎ কালো টাকা সাদা করার বিষয়ে মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘অনেকে অপ্রদর্শিত আয় অর্থাৎ কালো টাকা সাদা করার সুযোগ চেয়েছেন। আমাদেরও সুযোগ দেওয়ার ইচ্ছে আছে। তবে এই ক্ষেত্রে আমরা যদি জরিমানা না করে সুযোগ দিই, তাহলে ওইসব লোক এই সুবিধা গ্রহণ করার জন্য অপ্রদর্শিত আয় প্রদর্শন করবে না। তারা এটা ধারাবাহিকভাবে করে যেতে চাইবে। তাই এটা যেন ধারাবাহিকভাবে না করতে পারে সেজন্য আমরা জরিমানার ব্যবস্থা করতে পারি।

এর আগে দুটি ব্যবসায়িক সংগঠনের পক্ষ থেকে এনবিআর চেয়ারম্যানকে কিছু প্রস্তাবনা দেওয়া হয়।

ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে বলা হয়, আয়কর ব্যবস্থার সুনির্দিষ্ট অডিট নীতিমালা না থাকায় কোনও ব্যবসায়ী সুস্পষ্ট অ্যাসেসমেন্ট পাওয়ার পরও ফের অডিটের আওতায় পড়ে গোড়া থেকে অ্যাসেসমেন্ট প্রক্রিয়ার শিকার হন। তাদের প্রস্তাব হচ্ছে, জাতীয় রাজস্ব বোর্ড একটি সুনির্দিষ্ট অডিট নীতিমালা প্রণয়ন করবে, যাতে শর্ত থাকবে কোনও অ্যাসেসমেন্টের ওপর কর্তৃপক্ষের কোনও সন্দেহ বা অভিযোগ এলে সেক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য অনুমোদনপত্রসহ পরবর্তী বছরেই অ্যাসেসমেন্টের সময় সে ফাইল পূর্ববর্তী বছরের অডিটসহ নতুন বছরের অ্যাসেসমেন্ট সম্পাদন করবেন।

তারা আরও বলেন, মুদ্রাস্ফীতির কারণে দেশে জমি, সম্পদ ইত্যাদির মূল্য ১০ থেকে ২০ গুণ বৃদ্ধি পেয়েছে। সেভাবে ব্যক্তিগত করদাতার সম্পদ মূল্যও বৃদ্ধি হয়েছে। এক্ষেত্রে ব্যবসায়ীদের প্রস্তাব হচ্ছে, ব্যক্তিগত করদাতার সারচার্জ আরোপের সম্পদসীমা বর্তমানের ২ কোটি ২৫ লাখ থেকে বৃদ্ধি করে ৫ কোটি টাকার অধিক করা হোক।

ব্যক্তিগত করমুক্ত আয়সীমা ৪ লাখ, নারী, প্রতিবন্ধী ও ৬৫ বছরের বেশি বয়সীদের ৫ লাখ টাকা করার প্রস্তাব দেন তারা। এছাড়া কাঁচামাল ও মেশিনারি পার্টস আমদানির জন্য বছরে ২৫ হাজার ডলার পর্যন্ত অগ্রিম পেমেন্ট (টিটি) পাঠানোর অনুমোদন দেওয়ার প্রস্তাব করেন। কাঁচামাল আমদানিতে ৫ শতাংশ থেকে কমিয়ে ২ দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব দেন।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঝালকাঠিতে নিহত ১৪ জনের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা করে
ঝালকাঠিতে নিহত ১৪ জনের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা করে
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘আসমানে যাইও নারে বন্ধু’ গানের স্রষ্টা
সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘আসমানে যাইও নারে বন্ধু’ গানের স্রষ্টা
খাদে পড়া গাড়ি উদ্ধারের সময় বাসচাপায় প্রাণ গেলো ২ জনের
খাদে পড়া গাড়ি উদ্ধারের সময় বাসচাপায় প্রাণ গেলো ২ জনের
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি