X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ফুলবাড়ী সীমান্তে বিজিবির বিরুদ্ধে ব্যবসায়ীদের ওপর লাঠিচার্জের অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৮, ২৩:১৫আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ২৩:২৫

কুড়িগ্রাম কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের বিরুদ্ধে স্থানীয় একটি বাজারের ব্যবসায়ীদের ওপর লাঠিচার্জের অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত ১০ জন ব্যবসায়ী ও ক্রেতা আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। শুক্রবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের বেড়াকুটি বাজারে এ ঘটনা ঘটে।

কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলজার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে বিজিবি বলছে, এটা তাদের বিরুদ্ধে স্থানীয় চোরাকারবারি ও তাদের দোসরদের অপপ্রচার। বিজিবি সদস্যরা চোরাকারবারিদের হামলার শিকার হয়েছেন।

আহতরা হলেন, নাগেশ্বরী উপজেলার দক্ষিণ রামখানার আল আমিন মিয়া, অনন্তপুর গ্রামের এরশাদুল হক, পশ্চিম রামখানার মোস্তফা মিয়া, অনন্তপুর গ্রামের ছামিউল হক ছানু, একই গ্রামের হারুন অর রশীদ, হাবিবুর রহমান, একরামুল হক, আব্দুল করিম, আব্দুল হানিফ এবং রাসেল রানা।

বেড়াকুটি বাজারের ব্যবসায়ীরা জানান, গত ১৭ এপ্রিল রাত ২টার দিকে বিজিবি ১৫ ব্যাটালিয়নের টহলরত কয়েকজন সদস্যের ওপর একদল চোরাকারবারি হামলা চালালে বিজিবির তিন সদস্য আহত হন। এতে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০/৩৫ জনের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা করে বিজিবি। ওই ঘটনার জের ধরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিজিবি, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের মধ্যে একটি সমঝোতা হয়। সমঝোতা অনুযায়ী সীমান্ত এলাকায় রাত ১০টার পর সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত হয়। এরপর শুক্রবার (২০ এপ্রিল) সকালে বেড়াকুটি এলাকায় মাইকিং করে রাত ৮টার মধ্যে দোকান বন্ধের নিদের্শ দেয় বিজিবি। স্থানীয়দের অভিযোগ, এ নির্দেশনা অমান্য করে বেড়াকুটি বাজারের ব্যবসায়ীরা দোকান খোলা রাখায় বিজিবি সদস্যরা অতর্কিতভাবে তাদের ওপর লাঠিচার্জ করে।

কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলজার হোসেন বলেন, ‘আমার উপস্থিতিতে বিজিবির সঙ্গে সমঝোতায় রাত ১০টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত হলেও বিজিবি সেই সিদ্ধান্ত ভঙ্গ করে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বেড়াকুটি বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের ওপর অতর্কিত হামলা করে। আমি বিষয়টি ইউএনও স্যারকে জানিয়েছি।’

এ ব্যাপারে বিজিবির কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার সহিদ বলেন, ‘আমরা কোনও ব্যবসায়ী বা সাধারণ মানুষের ওপর লাঠিচার্জ করিনি। এটা আমাদের বাহিনীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে। এর সঙ্গে কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্য জয়নাল জড়িত। মূলত এদের ষড়যন্ত্রেই বিজিবির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘চোরাকারবারি ও মাদক চোরাচালান রোধে সীমান্ত এলাকায় রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে বারবার আমাদের তাগাদা দেওয়া হচ্ছে। তারপরও বেড়াকুটি বাজার ছাড়া অন্যান্য বাজারের দোকান ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়েছিল। সীমান্তঘেঁষা হওয়ায় বেড়াকুটি বাজারের দোকানপাট রাত ৮টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।’

ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবেন্দ্র নাথ উরাও ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোষী ব্যক্তি ছাড়া সাধারণ মানুষকে হয়রানি না করার জন্য বলা হয়েছে।’

ব্যবসায়ীদের ওপর বিজিবি সদস্যদের লাঠিচার্জ করার বিষয়ে জানতে চাইলে ইউএনও বলেন, ‘বিজিবি সদস্যরা টহল দিয়ে ব্যবসায়ীদের দোকান বন্ধ করতে বলেছে, হয়তো একটু ধমক দিয়ে থাকতে পারে।’

শনিবার (২১ এপ্রিল) লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. গোলাম মোর্শেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘গত ১৭ এপ্রিল মাদক ব্যবসায়ীদের হামলায় আহত বিজিবি সদস্যদের দেখতে গিয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্যবসায়ীদের ওপর বিজিবি সদস্যদের লাঠিচার্জের অভিযোগের কোনও সত্যতা পাইনি। আমার বিজিবি সদস্যরা সাধারণ মানুষের ওপর কোনও লাঠিচার্জ করেনি। বিজিবি সদস্যদের ওপর চোরাকারবারিদের হামলার ঘটনাকে ভিন্নখাতে নেওয়ার জন্য এমন অপপ্রচার চালানো হচ্ছে। এর পেছনে যারা আছে আমরা তাদের সম্পর্কে জানি। যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব।’

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টাঙ্গাইল শহরের বিভিন্ন পয়েন্টে ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
টাঙ্গাইল শহরের বিভিন্ন পয়েন্টে ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৭ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টির পূর্বাভাস
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৭ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টির পূর্বাভাস
আধুনিক ব্যবস্থাপনা নিয়ে আজ থেকে শুরু প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী
আধুনিক ব্যবস্থাপনা নিয়ে আজ থেকে শুরু প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী
আমার কোনও অনুশোচনা নেই: গার্দিওলা
আমার কোনও অনুশোচনা নেই: গার্দিওলা
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫