X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নকল ও প্রশ্নপত্র ফাঁস ’৯১ সাল থেকে শুরু হয়েছে: কৃষিমন্ত্রী

নেত্রকোনা প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৮, ১৪:৩৯আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ১৫:৫৫

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী অতিদ্রুত প্রশ্নপত্র ফাঁস বন্ধ করা হবে উল্লেখ করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘যে সংক্রামণ ব্যাধি আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি তা নির্মূল করতে একটু সময় লাগছে। তবে অতিদ্রুত প্রশ্নপত্র ফাঁস বন্ধ করা হবে। শেখ হাসিনার সরকার এ অবস্থাকে সংশোধন করেছে এবং অতিদ্রুত প্রশ্নপত্র ফাঁস সম্পূর্ণভাবে বন্ধ করা হবে। ভুলে গেলে চলবে না এই নকল ও প্রশ্নপত্র ফাঁস ’৯১ সাল থেকে শুরু হয়েছে। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওয়াপাড়া উচ্চবিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে বলেন, ‘শেখ হাসিনার সরকার সব ধরনের গঠনমূলক সমালোচনা গ্রহণ করে এবং তা গুরুত্ব দিয়ে সমাধান করে। তিনি এ দেশের মানুষ ও গরিব শিক্ষার্থীদের কথা ভেবে ধানমন্ডির ৩২নং বাড়ি সরকারি সম্পত্তি হিসেবে দিয়ে ট্রাস্ট গঠন করেছেন। যা দিয়ে দেশের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ ও বৃত্তি দেওয়া হচ্ছে।
শেখ হাসিনাকে মানবিক নেত্রী উল্লেখ করে তিনি বলেন, ‘তিনি এই দেশের মানুষের কথা ভেবে জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করছেন, যা আজ বিশ্বের বুকে ইতিহাস হিসেবে গণ্য।’

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক কৃতী শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা।

এরে আগে মন্ত্রী নেত্রকোনা সদর উপজেলার মদনপুরে শাহ সুলতান কমর উদ্দিন রুমী (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এ সময় নেত্রকোনা-১ আসনের সাংসদ ছবি বিশ্বাস, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। 

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা