X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় জব্দ বাচ্চাগুলো ইমু পাখির

সাতক্ষীরা প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৮, ১৭:০৩আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ১৭:০৭

ইমুর বাচ্চাগুলো সাতক্ষীরা ৩৩ বিজিবির হেড কোয়াটারে রাখা হয়েছে সাতক্ষীরায় বিজিবির হাতে জব্দ পাখিগুলো ইমুর বাচ্চা বলে নিশ্চিত করেছেন সাতক্ষীরা সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ওলিউর রহমান। তিনি বলেন, ‘পায়ের নখ দেখে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’

শনিবার (২১ এপ্রিল) সকালে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ও পদ্ম শাখরা সীমান্ত থেকে এগুলো জব্দ করে বিজিবি।

রবিবার (২২ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা ৩৩ বিজিবির হেড কোয়াটারে গিয়ে দেখে গেছে, পাখির বাচ্চাগুলো বিজিবি ব্যাটালিয়নে সাইকেল সেডের মধ্যে নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে। জব্দ ৭৫টি পাখির  বাচ্চার মধ্যে ৮টি মারা গেছে বলে জানিয়েছেন বিজিবির অধিনায়ক।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইন্টারনেট ও কয়েকজন প্রাণীবিদের সঙ্গে কথা বলে এগুলো ইমু পাখির বাচ্চা বলে নিশ্চিত হওয়া গেছে।’

তিনি আরও বলেন, ‘শনিবার সদর উপজেলার পদ্মশাখরা সীমান্ত থেকে ১৪টি খাঁচায় করে আনার সময় ৭৫টি ইমু পাখির বাচ্চা জব্দ করা হয়। খাঁচায় ৭টি বাচ্চা মৃত অবস্থা পাওয়া যায়। পরে আরও একটি বাচ্চা মারা যায়। বাচ্চাগুলো সাতক্ষীরা ৩৩ বিজিবির সদর দফতরে রাখা হয়েছে।’

আরও পড়ুন: ‘উট পাখি’র ৭৫টি বাচ্চা জব্দ

বিজিবির এই কর্মকর্তা বলেন, ‘প্রাণিসম্পদ অফিসের পরামর্শ অনুযায়ী তাদের মুরগির ডিম, গ্লুকোজ, স্যালাইন, লেবুর পানি, পোল্ট্রি মুরগির ফিড ও সবজি খাওয়ানো হচ্ছে। খুব তাড়াতাড়ি বাচ্চাগুলো প্রাণিসম্পদ অফিসারের কাছে হস্তান্তর করা হবে। পাখিগুলোর প্রতিটির আনুমানিক বাজার মূল্য ১লাখ টাকা।’

সাতক্ষীরা সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. ওলিউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উট পাখি ও ইমু পাখি কেউ উড়তে পারে না। তারা একই শ্রেণির হলেও তাদের গোত্র আলাদা। উট পাখি ও ইমু পাখির বৈশিষ্ট্যগত কিছু পার্থক্য রয়েছে। উট পাখির পায়ের আঙুল দুইটি। ইমুর পায়ের আঙুল তিনটি। পৃথিবীতে উড়তে পারে না এমন পাখিদের মধ্যে ইমু একটি। এরা হলো অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম পাখি। আর পৃথিবীতে তৃতীয় বৃহত্তম পাখি।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বার্সার বিদায়ে কান্সেলোর অনাগত সন্তানেরও মৃত্যু কামনা করেছেন সমর্থকরা!
বার্সার বিদায়ে কান্সেলোর অনাগত সন্তানেরও মৃত্যু কামনা করেছেন সমর্থকরা!
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো ২৭ বস্তা টাকা
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো ২৭ বস্তা টাকা
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি