X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বড় হয়ে শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী হতে চায় সেঁজুতি

আমির হুসাইন স্মিথ, নারায়ণগঞ্জ
২২ এপ্রিল ২০১৮, ২৩:৪২আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ২৩:০৮

সেঁজুতি

বড় হয়ে শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী হতে চায় প্রধানমন্ত্রীকে চিঠি লেখে জবাব পাওয়া নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সৈয়দা রওনক জাহান সেঁজুতি। রবিবার রাত ১০টায় জানতে চাইলে সৈয়দা রওনক জাহান সেঁজুতি মোবাইল ফোনে বাংলা ট্রিবিউনকে জানায়, প্রধানমন্ত্রীকে লেখা চিঠির উত্তর পেয়ে সে খুবই খুশি। প্রধানমন্ত্রী তার চিঠির উত্তর দিয়েছেন, এজন্য প্রধানমন্ত্রী অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।

সেঁজুতি জানায়, সকাল থেকে রাত পর্যন্ত সে চিঠিটি তিন বার পড়েছে। 

সেজুঁতি বলে প্রধানমন্ত্রী চিঠিতে যেসব উপদেশ দিয়েছেন, আমি তা অক্ষরে অক্ষরে পালন করবো। নিয়মিত স্কুলে যাবো, মনোযোগ দিয়ে পড়াশোনা করবো। বাবা মায়ের কথা শুনবো। আমি পড়াশোনা করে অনেক বড় হয়ে শেখ হাসিনার মতো দেশের প্রধানমন্ত্রী হাতে চাই। দেশের মানুষের সেবা করতে চাই। 

সেঁজুতি বলে আমার দাদুর (দাদি জুলেখা খাতুন) নাকের সঙ্গে প্রানমন্ত্রী শেখ হাসিনার নাকের অনেক মিল রয়েছে। আমার দুাদুর কথা মনে করেই আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি। আমার দাদু আমাকে অনেক আদর করতেন।  টিভিতে যখনই প্রধানমন্ত্রীকে দেখি, দাদুর কথা মনে পড়ে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সই করা চিঠিটি রবিবার সকাল এগারোটায় বড় নগর পোস্ট অফিস থেকে গ্রহণ করেন সেঁজুতির বাবা সৈয়দ রফিকুল ইসলাম। চিঠিটি সকালে সাড়ে এগারোটার দিকে সেঁজুতির হাতে পৌঁছে দেন তিনি। তারা মোগড়াপাড়া বড় নগর এলাকার থাকেন। সেঁজুতি দ্বিতীয় শ্রেণিতে পড়ছে।

প্রধানমন্ত্রীর চিঠি পেয়ে আনন্দের বন্যা বইছে সেঁজুতির পরিবারে। সেঁজুতির বাবা রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রধানমন্ত্রীকে লেখা চিঠির জবাব পেয়ে আমার মেয়ে সেঁজুতি খুব খুশি। সকাল থেকে রাত ১০টা পর্যন্ত সেঁজুতি প্রধানমন্ত্রীর পাঠানো ছবি হাতে নিয়ে বসে ছিল। প্রধানমন্ত্রীর চিঠিসহ সেঁজুতির ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকে সারাদিন অনেক ফোন এসেছে। অনেকে সেঁজুতির সঙ্গে কথা বলেছেন, তাকে দোয়া করেছেন।’ 

আরও পড়ুন: শিশু শিক্ষার্থী সেঁজুতির চিঠির জবাব দিলেন প্রধানমন্ত্রী

রফিকুল ইসলাম বলেন, ‘‘চিঠিটি লিখে সেঁজুতি আমাকে বলে আব্বু প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠাবো কি করে। আমি বলি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঠিকানায় পাঠালেই যাবে। তখন মেয়ে চিঠিটি পাঠানোর জন্য আমাকে দেয়। কিন্তু, আমি মনে করেছি প্রধানমন্ত্রী অনেক ব্যস্ত। তার কি এই বাচ্চা মানুষের চিঠি পড়ার সময় আছে। এই কথা চিন্তা করে কয়েকদিন চিঠিটি পকেটে রেখে দেই। কিন্ত, মেয়ে বাসায় এলেই জিজ্ঞাসা করে বাবা চিঠি পাঠাইছো কিনা? উত্তরে বলি না। এভাবে দুই তিন দিন ঘোরানোর পর মেয়ে একদিন কান্না করে দেয়। পরে সেই দিনই আমি চিঠিটি পোস্ট করি। চিঠি পেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাকে ফোন করে। জানায় আমার মেয়ের চিঠি প্রধানমন্ত্রী পড়েছেন এবং চিঠির একটি উত্তর দিয়ে চিঠি লিখেছেন। পরে আমার কাছ থেকে ঠিকানা চান। আমি মোবাইলে মেসেজ করে ঠিকানা পাঠাই। রবিবার সকাল এগারোটার দিকে  স্কুলের ক্লাস শেষ করে বড় নগর পোস্ট অফিসের দিকে গেলে পোস্টমাস্টার বলেন, ‘আপনার মেয়ের নামে একটি চিঠি এসেছে। আমি চিঠিটি গ্রহণ করি।’’

সৈয়দ রফিকুল ইসমাম মোগড়াপাড়া এইচ জিএস স্মৃতি উচ্চ বিদ্যালয়ের গণি0তের শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তার বড় ছেলে সৈয়দ রাসেল মাহমুদ একজন ডাক্তার। মেঝো ছেলে সৈয়দ রাকিবুল ইসলাম রাজধানীর এআইইউবির বিবিএর ছাত্র।  তিন ছেলে-মেয়ের মধ্যে সবার ছোট সৈয়দা রওনক জাহান সেঁজুতি।  সে বড়নগর প্রমিজ চাইল্ড একাডেমির দ্বিতীয় শ্রেণির ছাত্রী। সেঁজুতির মা একজন গৃহিনী। 

সেঁজুতির দাদি জুলেখা খাতুন ২০১৬ সালের ২ ডিসেম্বর মারা যান। জুলেখা খাতুন সেঁজুতিকে অনেক আদর করতেন।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খুলনায় এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা
মার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
পার্বত্য এলাকার উন্নয়নে হাজার কোটি টাকার কাজ চলছে: প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল
পার্বত্য এলাকার উন্নয়নে হাজার কোটি টাকার কাজ চলছে: প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা