X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

চালকের ঘুমের কারণেই গোবিন্দগঞ্জের দুর্ঘটনা

জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা
২৩ এপ্রিল ২০১৮, ১২:১৭আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ১২:১৭

দুর্ঘটনার পর গাড়ি

ঘুম ঘুম ভাব নিয়ে গাড়ি চালাচ্ছিলেন নৈশকোচের চালক, তার ঘুমের কারণেই রবিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জে নৈশকোচের সঙ্গে বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিনি নিজেসহ চার ব্যক্তি নিহত হয়েছেন বলে ধারণা করছে হাইওয়ে পুলিশ। এ দুর্ঘটনার জন্য নৈশকোচের চালক রফিকুল ইসলামকে দায়ী করছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ‘নৈশকোচটি রং সাইডে (রাস্তার ডান দিক দিয়ে) চলছিল। এছাড়া চালক ঘুমের ঘোরে ছিল বলে প্রত্যক্ষদর্শীদের কাছে জানা গেছে।’

রবিবার ভোরে রংপুর-ঢাকা মহাসড়কে গোবিন্দগঞ্জ উপজেলার পান্থপাড়ার বকচর এলাকার দুর্ঘটনায় নৈশকোচের চালক, ট্রাক চালক ও এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন নারীসহ অন্তত ১৪ জন।

দুর্ঘটনার পর ট্রাক

আহতদের ব্যাপারে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. গোলাম রাশেদ বলেন, ‘দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে গুরুত্বর আহত ইমরুল কায়েস (১৮), ফরিদুল ইসলাম (৩৭) ও শিউলি বেগমসহ (৪০) সাতজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।’

পুলিশ জানায়, দুর্ঘটনায় নিহত দুই চালকসহ চারজনের লাশ উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় নেয় পুলিশ। পরে নিহতদের পরিচয় শনাক্ত করা হলে স্বজনদের কাছে তাদের লাশ হস্তান্তর করা হয়। নিহতরা হলেন- রংপুরের বদরগঞ্জ উপজেলার রাজানগর গ্রামের আল আমিন (৩৬), দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পূর্ব সাইদা গ্রামের ৬ বছরের শিশু তানিয়া খাতুন, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী গ্রামের আব্দুল মতিন (৩৫) ও পঞ্চগড়ের বোদা উপজেলার তামান্নাপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৪০)। এদের মধ্যে আব্দুল মতিন ট্রাকের চালক ও রফিকুল ইসলাম বাসের চালক ছিলেন।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আমিনুল ইসলাম সরকার বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালিয়ে চারজনের লাশ উদ্ধার করা হয়। এসময় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।’

দুর্ঘটনার কারণ হিসেবে তিনি বলেন, ‘চালক ঝিমিয়ে বাস চালাচ্ছিলেন। হঠাৎ করে সামনে ট্রাক দেখেও বাস নিয়ন্ত্রণ করতে পারেননি। ফলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।’

গোবিন্দগঞ্জ উপজেলার পান্থপাড়ার বকচর এলাকার দুর্ঘটনা

নৈশকোচের আহত ও প্রাণে বেঁচে যাওয়া যাত্রীদের অভিযোগ, ‘চালক রাতভর বাস চালান। সিরাজগঞ্জ পার হওয়ার পর চালকের চোখে প্রচণ্ড ঘুম ছিল। কিন্তু তারপরেও তিনি ঝিমিয়ে ঝিমিয়ে বাসটি চালাচ্ছিলেন। এ কারণে সামনে  ট্রাক দেখতে পেয়েও বাস নিয়ন্ত্রণ করতে পারেননি।’  

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ভিএস পরিবহন নামে একটি নৈশকোচ পঞ্চগড় যাচ্ছিলো। কোচটি পান্থপাড়ার বকচর এলাকায় পৌঁছালে ঢাকাগামী বালু বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত ও নারীসহ আহত হয়েছেন ১৪ জন। এসময় নৈশকোচ ও ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ‘বাসের অধিকাংশ যাত্রী রংপুর, দিনাজপুর ও পঞ্চগড় জেলার বাসিন্দা। তাদের কেউ কেউ ঢাকায় রিকশা চালান, কেউ পোশাক কারখানা ও শ্রমিকের কাজ করতেন। বাড়ি ফেরার জন্য ঢাকার গাবতলী থেকে বাসে ওঠেন তারা। বাসের যাত্রী, প্রত্যক্ষদর্শী ও প্রাথমিক তদন্তে জানা যায়, চালক ঘুমের ঘোরেই ঝিমিয়ে ঝিমিয়ে বাস চালাচ্ছিলেন। শুধু তাই নয়, বাসটি বেপরোয়া গতির পাশাপাশি ছিলো রং সাইড (ডানে)। এ কারণে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। চালকের কারণেই এ দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী