X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘ভোট ডাকাতি হলে কেসিসি নির্বাচন হবে সরকারের গলার কাঁটা’

খুলনা প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৮, ১৭:০০আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ১৭:৪৩

প্রেসব্রিফিংয়ে নজরুল ইসলাম মঞ্জু ভোট ডাকাতি হলে খুলনা সিটি করপোরেশন নির্বাচন সরকারের গলার কাঁটা হবে বলে মন্তব্য করেছেন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।  তিনি বলেন, ‘খুলনা সিটি করপোরেশন নির্বাচন যদি অবাধ-সুষ্ঠু না হয়, নির্বাচনে যদি ভোট ডাকাতি হয়; এটিই হবে সরকারের গলার কাঁটা। চীন, ইউরোপিয়ন ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতও একটি অংশগ্রহণমূলক অবাধ-সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। তাই এই নির্বাচনে যদি ভোট ডাকাতি হয়, তাহলে বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। এখানে যদি ভোট ডাকাতি হয়, বিএনপিকর্মীরা ঘরে বসে থাকবে না। বিএনপিকর্মীরা প্রস্তুতি নিয়েছে, ভোট ডাকাতি প্রতিরোধের। ভোটারদের সঙ্গে নিয়ে সেই ডাকাতদের প্রতিরোধ করা হবে।’

সোমবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় কে.ডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত প্রেসব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘সরকার চায় ভোটাররা যেনো ভোট কেন্দ্রে না যায়। রাষ্ট্রের সমস্ত যন্ত্রগুলো যেনো সরকারি দলের আজ্ঞাবহ হিসেবে কাজ করে। গত কয়েকদিনে লক্ষ্য করেছি, খুলনায় শেখ পরিবারের সদস্যরা খুবই কর্মতৎপর ছিলেন। সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে গভীর রাতের বৈঠকে কি একটা মেসেজ তারা দিয়ে গেলেন। এতে আমরা উদ্বিগ্ন। এ শহরের মানুষ বিএনপিকে ভালবাসে, ধানের শীষকে ভালবাসে এবং ধানের শীষে ভোট দিতে তারা অভ্যস্ত। সেই শহরের মানুষদের রায়ের প্রতি যাদের আস্থা নেই, তারা কানাগলি খুঁজছেন। শেখ পরিবারের প্রতি আমাদের আহ্বান থাকবে- এই ছোটখাটো নির্বাচনে না জড়িয়ে জাতীয়ভাবে জাতীয় পর্যায়ের নির্বাচন নিয়ে ভাবুন।’

আরও পড়ুন: গাজীপুরে নির্বাচনের ৭ দিন আগে সেনা মোতায়েনের দাবি বিএনপি প্রার্থীর

মঞ্জু বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেহারা বলছে- কি একটা নির্দেশনা তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। কেএমপি কমিশনারের কাছে এসব বিষয়ে তুলে ধরবো। আমরা চাই কেসিসি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। এটা সরকার পরিবর্তনের নির্বাচন নয়; ফলে স্থানীয় সরকারের এ নির্বাচনে সরকার ভুল করেও হস্তক্ষেপ করবে না। অবাধ-সুষ্ঠু নির্বাচন নিয়ে ভোটাররা শঙ্কিত। গণমাধ্যম পজিটিভ সংবাদ পরিবেশন না করলে ভোটারদের শঙ্কা আরও বাড়তে পারে।’

মঙ্গলবার প্রতীক পেয়ে প্রচার যাত্রার শুরু থেকে নির্বাচনের ফল ঘোষণা পর্যন্ত গণমাধ্যমকর্মীদের জনগণের পাশে থেকে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালনের অনুরোধ করেন তিনি।

নগরীতে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে মেয়র প্রার্থী মঞ্জু বলেন, ‘নগরীর ২৪নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুকের বাড়িতে গিয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। তার পরিবারকে হুমকি দিয়েছে। একই বাহিনী ১০/১৫টা মোটরসাইকেল নিয়ে ৯০ দশকের সাবেক ছাত্রনেতা আব্দুর রাজ্জাকের বাড়িতে গিয়ে পরিবারকে হুমকি দিয়েছে।  সাবেক হুইপের ভাই ৩০নম্বর ওয়ার্ডে বিএনপি নেতাকর্মীদের হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে। ৩১নম্বর ওয়ার্ডে একজন দাঙ্গাবাজ ছাত্রলীগ নেতা ও তার কর্মীরা ওখানে একই হুমকি দিচ্ছে। এভাবে বিভিন্ন জায়গায় তাদের কর্মতৎপরতা শুরু হয়েছে গত পরশুদিন রাত থেকে। ১৫নম্বর ওয়ার্ডের সহ-সভাপতির বাড়িতে পুলিশ গিয়েছে। পুলিশ সন্ত্রাসীর তালিকা না বানিয়ে বিএনপি নেতাকর্মীদের তালিকা বানিয়ে অভিযান শুরু করেছে। এখানে বিভিন্ন বাহিনী আছে। যারা মানুষ হত্যা করেছে। জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অস্ত্রের মহড়া দিয়েছে, সেখানের ভোটের ফলাফল ছিনতাই হয়েছে। খুলনা শিশু ফাউন্ডেশনের নির্বাচনে ব্যালট বক্স ছিনতাই হয়েছে, ভাঙচুর হয়েছে। এই শহরে ভূমিদস্যুতা করেছে, ছাত্রলীগের দুই গ্রুপ প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে পিটিআই মোড়সহ বিভিন্ন পয়েন্টে মানুষ খুন করেছে। চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে; পুলিশের খাতায় সন্ত্রাসী হিসেবে তাদের নাম নাই। এই শহরে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যারা মিথ্যা ও হয়রানিমূলকভাবে পুলিশের দেওয়া সাজানো-পাতানো মামলার আসামি হয়েছে আজকে তাদের তালিকা করা হয়েছে। কেন? যেনো মাঠ ছেড়ে চলে যায় এই সাহসী কর্মীরা। এই শহরের মাদকের প্রসার ঘটার খবর শহরবাসীকে উদ্বিগ্ন করেছে। বিনাভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধির দুদকে তলব, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া প্রতিবেদন; এ নিয়ে সরকারি দল আবার নতুন প্রচারে নেমেছে। যে প্রচার হাস্যকর।’

মেয়র প্রার্থী মঞ্জু বলেন, ‘শীতলাবাড়ীর সামনে একজন পূজারী মহিলাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে। সেই হত্যাকারী আসামিরা গ্রেফতার হয়নি। বিচার হয় নাই। খুলনার হিন্দু সমাজ উদ্বিগ্ন। তাদের অনেকের বাড়ি-ঘর সরকারের টানা দুই শাসনামলে দখল হয়ে গেছে। পুলিশ প্রশাসনের প্রতি আমাদের দাবি থাকবে- এই ধরনের তালিকা প্রস্তুত না করে সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করুন। তফসিল ঘোষণার পরেই সিটি নির্বাচনে সেনা মোতায়েনসহ নয় দফা স্মারকলিপি দিয়েছিলাম নির্বাচন কমিশনে। যার একটি দফাও নির্বাচন কমিশন বাস্তবায়ন করেনি। এতে কি বোঝা যায়- বর্তমান সরকারের গড়া নির্বাচন কমিশন কতখানি আজ্ঞাবহ। সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনা বাস্তবায়নের এই অপতৎপরতা। সেকারণেই সেনাবাহিনী মোতায়েন প্রয়োজন; তা না হলে জনগণ নিরাপদ থাকবে না। বিএনপি কর্মীরা নিরাপদ থাকবে না, ২০দলের কর্মীরা নিরাপদ থাকবে না। আওয়ামী লীগের বড় বড় নেতাদের বদলী তদ্বীরে এ শহরে পুলিশ কর্মকর্তারা নিয়োগ নিয়ে দীর্ঘদিন চাকরি করছেন; তাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ।’

তিনি আরও বলেন, ‘ভোটারদের মাঝে ভীতি সৃষ্টি করতে সরকারি দলের নেতাকর্মীরা সাধারণ ভোটারদের ভোট দিতে কেন্দ্রে যাওয়ার দরকার নাই বলে প্রচার করছে। ভোটকেন্দ্রে নাকি গন্ডগোল হবে। ভোটারদের ভোট কেন্দ্র থেকে ফিরিয়ে দেওয়ার আওয়ামী চক্রান্ত শুরু হয়েছে। সোনালী জুটমিলের সভা শেষের পর সিবিএ সভাপতিকে পুলিশ হুমকি দিয়েছে। যাতে কেউ আমাদের মিটিং করতে মিলনায়তন ও হোটেল ভাড়া না দেয়, সে জন্য বাধা দেওয়া হচ্ছে। ক্রিসেন্ট জুটমিলে আমাদের মিটিংয়ের জন্য ভাড়া দেওয়ার পরও সভার একঘণ্টা আগে তারা বরাদ্দ বাতিল করেছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)