X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

মতলব উত্তরে স্কুলে ক্লাস চলাকালে শতাধিক শিক্ষার্থী অসুস্থ

চাঁদপুর প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৮, ১৮:৪৬আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ১৯:৩৭

অসুস্থ এক ছাত্রী হাসপাতালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার একটি স্কুলে ক্লাস চলাকালে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন হাসপাতাল ও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে ৪১ জন। এছাড়া তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২৩ এপ্রিল) উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের ধনাগোদা-তালতলী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

ধনাগোদা-তালতলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুল ইসলাম জানান, জাতীয় সংগীত পরিবেশনের সময় ষষ্ঠ শ্রেণির একজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে শ্রেণিকক্ষে নেওয়া হয়। এরপর ক্লাস চলাকালে আরও দুজন অসুস্থ হয়। ১১টার পর পর্যায়ক্রমে ষষ্ঠ থেকে ১০ম শ্রেণির প্রায় শতাধিক ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি ইউএনওকে অবহিত করে স্কুল ছুটি দিয়ে দেই। স্কুল ছুটির পর কেউ পথে আবার কেউবা বাড়িতে যাওয়ার পরও অসুস্থ হয়ে পড়ে। পরে চিকিৎসার জন্য বিভিন্ন যানবাহনে অসুস্থদের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। এছাড়াও পারিবারিকভাবে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য অভিভাবকরা নিয়ে যান বলে আমি জানতে পেরেছি।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শংকর কুমার সাহা বলেন, ‘অসুস্থ ৩৫ জনকে চিকিৎসা দেওয়ার সুস্থ হয়ে ওঠে। গুরুতর অসুস্থ তিনজনকে ঢাকায় পাঠানো হয়।’

এছাড়াও আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোনও রোগ শনাক্ত করা যায়নি।

আহতদের চিকিৎসা দেন মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. একেএম মাহবুবুর রহমান, ডা. ইসমাইল হোসেন, ডা. মেহেদী হাসান, ডা. আল-আমিন, ডা. হাসনিন জাহান, ডা. নিগার সুলতানা ও ডা. সৌরভ।

অসুস্থ শিক্ষার্থীরা হাসপাতালে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া শিক্ষার্থীরা হলো আবিরা সুলতানা (১৪), সুমাইয়া আক্তার (১৫), আয়েশা (১৪),  উরমি আক্তার (১২), মিতু (১৪), নাজমা (১৪), তৃপ্তি (১২), সাথী (১৬), মনিরা (১৬), বৃষ্টি (১৫), শিখা (১৩), মনিরা (১৬), হাওয়া (১৭), খাদিজা (১৭), সুর্বণা (১২), সানজিদা (১৬), সামিয়া (১৩), ফাতেমা (১৬), রাফিয়া (১২), তামান্না (১৪), মিম (১৪), খাদিজা (১৮), লিমা (১৫), সামিয়া (১৩), সাথী (১৬), মারিয়া (১৪), মাজহারুল (১২), হীরামনি (১২), মারিয়া (১৫), মুন্নি (১৫), পার্বতী (১৬), জিহাদ (১৪), নিপা (১৩), মাহমুদা (১৬), ইমন (১২), রূপালী (১৬) ও সুমাইয়া (১৪)।

এদিকে এ খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিক্ষার্থীদের দেখতে যান মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সরকার ইমন, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা আক্তার, ওসি মো. আনোয়ারুল হক কামাল, পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী আ. ওয়াহিদ মো. সালেহ, সহকারী শিক্ষা অফিসার আশরাফুল আলম, মোহনপুর ইউপি চেয়ারম্যান সামছুল হক চৌধুরী বাবুল, বাগানবাড়ি ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নান্নু মিয়া ও ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী প্রমুখ। 

 

 

/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন