X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরে ২ মেয়রসহ ৩৪ জনের প্রার্থিতা প্রত্যাহার

গাজীপুর প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৮, ২০:২০আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ২০:৩৭

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রত্যাহারের শেষ দিন সোমবার সর্বমোট ৩৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। রিটার্নিং অফিস সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচনের রিটার্নিং অফিসের সহায়ক কর্মকর্তা মো. তারেক জানান, মেয়র পদ থেকে গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও স্বতন্ত্র প্রার্থী এসএম সানাউল্লা, গাজীপুর মহানগর জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু)-এর সভাপতি রাশেদুল হাসান রানা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে তিনজন ও সাধারণ সদস্য পদে ৩১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

তিনি আরও জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের পরও ৭ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ৮৪ এবং সাধারণ সদস্য পদে ২৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র প্রার্থীরা হলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মনোনীত কাজী রুহুল আমীন, ইসলামী ঐক্যজোট মনোনীত ফজলুর রহমান, স্বতন্ত্র ফরিদ আহমেদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মো. জালাল উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. নাসির উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত মো. হাসান উদ্দিন সরকার ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

মনোনয়নপত্র প্রত্যাহারের ব্যাপারে গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমীর এসএম সানাউল্লাহ বলেন, ‘আমার আমীরের সিদ্ধান্ত অনুযায়ী রবিবার আমি মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দেই এবং ওইদিন বিকেলেই তা প্রত্যাহার করি। বিএনপি মনোনীত প্রার্থী হাসান উদ্দিন সরকারকে আজ থেকে ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে বিজয়ী করার জন্য আমার সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী কাজ করবেন।’

এ ব্যাপারে হাসান উদ্দিন সরকার সাংবাদিকদের বলেন, ‘জামায়াতে ইসলামীর সমর্থনে ২০ দলীয় জোটের ঐক্য আরও দৃঢ় হলো। ভোটারদের বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনে বিএনপি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গাজীপুর মহানগর জাসদের সভাপতি রাশেদুল হাসান রানা তার প্রার্থিকা প্রত্যাহারের ব্যাপারে বলেন, ‘সোমবার বিকেল পৌনে পাঁচটার দিকে আমি মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দিয়েছি। আমি মনোনয়নপত্র প্রত্যাহারের আগ পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বাধীনতার সপক্ষের শক্তি দুই ভাগে বিভক্ত ছিল। প্রত্যাহারের পর থেকে ঐক্যবদ্ধ হলো।

তিনি আরও বলেন, আমার দল জাসদ মহাজোটের একটি অংশ। আমার দল এবং মহাজোটের নেতাদের পরামর্শ ও সিদ্ধান্তের সঙ্গে আমিও একমত। আমার দল এবং মহাজোটের স্বার্থে আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি। একই সঙ্গে গাজীপুর সিটি নির্বাচনে মহাজোটের পক্ষে নির্বাচনি কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য মনস্থির করেছি।

এ ব্যাপারে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলের মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘মহাজোট তথা স্বাধীনতার সপক্ষের শক্তি ঐক্যবদ্ধ। গাজীপুরবাসীকে সঙ্গে নিয়ে নগরবাসীর কল্যাণে মহাজোট একসঙ্গে কাজ করবে।’

 

 

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!