X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

খুলনায় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে জিডি

খুলনা প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৮, ২৩:২১আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ২৩:২৮

খুলনা সিটি করপোরেশন নির্বাচন খুলনা মহানগরীতে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সোমবার (২৩ এপ্রিল) ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মো. ওমর ফারুক মহানগরীর সদর থানায় জিডিটি করেন।  

হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।

অভিযোগে বলা হয়েছে- মহানগরীর ২৪নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুকের বাড়িতে রবিবার দিনগত রাতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। তার পরিবারকে হুমকি দেওয়া হয়েছে। একই বাহিনী ১০/১৫টা মোটরসাইকেল নিয়ে সাবেক ছাত্রনেতা আব্দুর রাজ্জাকের বাড়িতে হামলা ও তার পরিবারকে হুমকি দিয়েছে। ৩০নম্বর ওয়ার্ডে বিএনপি নেতাকর্মীদের হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ৩১নম্বর ওয়ার্ডে ছাত্রলীগ নেতা ও তার কর্মীরা হুমকি দিচ্ছে। গত পরশু রাত থেকে এভাবে বিভিন্ন জায়গায় তাদের কর্মতৎপরতা শুরু হয়েছে। ১৫নম্বর ওয়ার্ড সহ-সভাপতির বাড়িতে পুলিশ গেছে।

অভিযোগে আরও বলা হয়, রবিবার রাত ১০টার দিকে ছাত্রলীগ পরিচয়দানকারী ২০/২৫ জন ব্যক্তি হাজী মেহের আলী রোডের বাড়িতে এসে তার সন্ধান চায়। তার স্ত্রী আগত ব্যক্তিদের জানান, তার স্বামী বাসায় নাই। কিন্ত তারা কথায় বিশ্বাস না করে বাড়িতে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে এবং বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ করে। কেসিসি নির্বাচনে তিনি প্রচারণায় অংশ নিলে হাত পা ভেঙ্গে দেবে বলে হুমকি দেয়।

মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘পুলিশকে সন্ত্রাসী তালিকা তৈরির জন্য বলা হয়েছিল। কিন্তু, পুলিশ বিএনপি নেতাকর্মীদের তালিকা বানিয়ে অভিযান শুরু করেছে। যারা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অস্ত্রের মহড়া দিয়েছে। সেখানের ভোটের ফল ছিনতাই করেছে। খুলনা শিশু ফাউন্ডেশনের নির্বাচনে ব্যালট বক্স ছিনতাই হয়েছে, ভাঙচুর হয়েছে। এই শহরে ছাত্রলীগের দুই গ্রুপ প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে পিটিআই মোড়সহ বিভিন্ন পয়েন্টে খুন করেছে। চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে; পুলিশের খাতায় সন্ত্রাসী হিসেবে তাদের নাম নাই। শীতলাবাড়ীর সামনে একজন পূজারী মহিলাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে। সেই হত্যাকারীরা গ্রেফতার হয়নি। বিচার হয় নাই। খুলনার হিন্দু সমাজ উদ্বিগ্ন।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা