X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

জিয়া আইএসআই ’র এজেন্ট ছিলেন: মির্জা আজম

মৌলভীবাজার প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৮, ১৩:১২আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ১৩:১২

মির্জা আজম

পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, ‘জিয়াউর রহমান আসল মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি পাকিস্তান গোয়েন্দা সংস্থার (আইএসআই ) এজেন্ট ছিলেন। তিনি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইতে চাকরি করতেন। পাকিস্তানিরা কোনও বাঙ্গালি সেনা অফিসারকে বিশ্বাস করতো না। জিয়াউর রহমান জন্ম সূত্রে পাকিস্তানি ছিলেন, এ জন্য তার আইএসআইতে চাকরি হয়েছিল। সোমবার (২৩ এপ্রিল) বিকেলে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে জেলা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,‘অতীতে বিএনপি আওয়ামী লীগকে কচুকাটা করার চেষ্টা করেছিল। তারেক জিয়া যদি বাংলাদের প্রধানমন্ত্রী হন, তবে আওয়ামী লীগের অবস্থা কি হবে, এ বিষয় ভেবে দেখতে হবে। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে এক দিনে লক্ষাধিক মানুষ হত্যা করবে। এ জন্য আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হবে।’

মন্ত্রী আরও বলেন,‘বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের ইতিহাস ছাত্রলীগের ইতিহাস। ছাত্রলীগকে বাদ দিয়ে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা যাবে না। আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন হয়।’ এ সময় তিনি ছাত্রলীগকে আগামী নির্বাচনের জন্য কাজ করার আহ্বান জানান।

জেলা ছাত্রলীগের সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনির সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের এমপি সৈয়দা সায়রা মহসীন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ ও সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র মো. ফজলুর রহমানসহ আওয়ামী লীগ নেতারা।

দীর্ঘ একযুগ পর সম্মেলন হওয়ায় পদ প্রত্যাশী নেতাকর্মীসহ তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা