X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ভারতে প্রবেশ করেছে ঢাকা-শিলিগুড়ি-কাঠমান্ডু রুটের ট্রায়াল বাস

পঞ্চগড় প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৮, ১৯:৫১আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ১৯:৫৬

ভারতে প্রবেশ করেছে ঢাকা-শিলিগুড়ি-কাঠমান্ডু রুটের ট্রায়াল বাস বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্যে বাস চলাচল প্রক্রিয়ার অংশ হিসেবে দুটি বাস মঙ্গলবার (২৪ এপ্রিল) বিকালে পঞ্চগড়ের বাংলাবান্ধা দিয়ে ভারতে প্রবেশ করেছে। দুটি বাসে বাংলাদেশ, ভারত ও নেপালের ৪৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল রয়েছেন। বিকাল ৫টার দিকে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে আনুষ্ঠানিকতা শেষে তারা কাঠমান্ডুর যাওয়ার উদ্দেশে ভারতে প্রবেশ করেন।

বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট ও কাস্টমস সূত্রে জানা গেছে, মূলত চারটি (বিবিআইএন বা বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া ও নেপাল) দেশের মধ্যে এই বাস সার্ভিস চালু হওয়ার কথা থাকলেও প্রথম পর্যায়ে ভুটান বাদে তিনটি দেশের সঙ্গে বাস চালুর সম্ভাব্যতা যাচাই প্রক্রিয়া শুরু হল। এরই অংশ হিসেবে নেপালের উদ্দেশে বাস যাত্রার ট্রায়াল রান শুরু হল।

গতকাল সোমবার (২৩ এপ্রিল) ঢাকা থেকে শ্যামলীর দুটি বাস নেপালের উদ্দেশে যাত্রা শুরু করে। রংপুরে এসে রাত্রীযাপন শেষে আজ মঙ্গলবার বিকাল ৫টায় বাংলাবান্ধা-ফুলবাড়ি সীমান্ত দিয়ে বাস দুটি ভারতে প্রবেশ করে। রাতে ভারতের শিলিগুড়িতে রাত্রীযাপন শেষে বুধবার (২৫ এপ্রিল) তারা নেপালের কাঠমান্ডুর উদ্দেশে রওনা করবেন। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বাস দুটি কাঠমান্ডু পৌঁছাবে বলে জানা গেছে।

বাংলাবান্ধা স্থলবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিআরটিসি চেয়ারম্যান ফরিদ আহমেদ বলেন, ‘চার  দেশের মধ্যে নিয়মিত বাস সার্ভিস চলাচল শুরু হলে অর্থনীতি, পর্যটনসহ সর্বস্তরের মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন হবে। বাস চলাচল, ভিসা প্রক্রিয়াসহ যাত্রীরা যাতে সহজে যাতায়াত করতে পারেন সেজন্য এই ট্রায়াল রানের মাধ্যমে বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হবে।’     ভারতে প্রবেশ করেছে ঢাকা-শিলিগুড়ি-কাঠমান্ডু রুটের ট্রায়াল বাস

বাস দুটি ঢাকা থেকে বাংলাবান্ধা-ফুলবাড়ি-কাঁকরভিটা-কাঠমান্ডুর পথে এক হাজার ১০৪ কিলোমিটার পথ পাড়ি দেবে। বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে পৌঁছানোর পর পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত কর্মকর্তা নাঈমুজ্জামান মুক্তা, পঞ্চগড় চেম্বারের প্রেসিডেন্ট আব্দুল হান্নান শেখ, তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহিন, উপজেলা নির্বাহী অফিসার মো. সানিউল ফেরদৌস, বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত ই খুদা মিলনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

দুইটি আধুনিক যাত্রীবাহী বাসে বিআরটিসি চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ভূইয়ার নেতৃত্বে তিন দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, উপসচিব, ভারত ও নেপালের প্রতিনিধি, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিনিধিসহ ৪৩ জন প্রতিনিধি রয়েছেন। তারা বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল মোটর ভেহিক্যাল এগ্রিমেন্টের (বিবিআইএন এমভিএ) আওতায় সড়ক যোগাযোগে যাতায়াতের সম্ভাব্যতা যাচাই শেষে মতমত দেবেন।

২০১৫ সালে ভূটানের থিম্পুতে চতুর্দেশীয় (বিবিআইএন) সড়ক যোগাযোগের এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর আগে দুপুরে পঞ্চগড় সার্কিট হাউসে জেলা প্রশাসক, পুলিশ সুপার, ১৮ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়কসহ প্রশাসনের কর্মকর্তারা প্রতিনিধি দলটিকে ফুলেল শুভেচ্ছা জানান।

আরও পড়ুন- ঢাকা থেকে পরীক্ষামূলক বাস নেপাল যাচ্ছে সোমবার

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
লোকসভা নির্বাচন: মণিপুরে ভোটকেন্দ্রে সংঘর্ষ
লোকসভা নির্বাচন: মণিপুরে ভোটকেন্দ্রে সংঘর্ষ
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ