X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রাবিতে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির দায়ে জরিমানা

রাবি প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৮, ০১:২৬আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ০১:৩২

রাবিতে মেয়াদোত্তীর্ণ পণ্য নষ্ট করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মেয়াদোত্তীর্ণ খাবার রাখা ও বিক্রির দায়ে এক দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুই ছাত্রের অভিযোগের পর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক হাসান আল মারুফ এই জরিমানা করেন। মঙ্গলবার (২৪ এপ্রিল) বিকাল পৌনে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এ অভিযান চালানো হয়।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে ‘ফুড কর্নার’ নামের ওই দোকানের মালিক নিজাম উদ্দিন আলম।

বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রায়হান কবির ও মেহেদী হাসান জানান, সোমবার (২৩ এপ্রিল) ওই দোকানের খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার (২৪ এপ্রিল) সকালে আবারও ওই দোকানে গিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য দেখেন। প্রতিবাদ করলে দোকান মালিক আলম তাদের ওপর চড়াও হন। এরপর রায়হান ও মেহেদী প্রক্টরের কাছে অভিযোগ দেন। প্রক্টর বিষয়টি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে জানায়। এরপর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক হাসান আল মারুফ সেখানে অভিযান চালান। এসময় দোকানের সব মেয়াদোত্তীর্ণ খাবার বিনষ্ট করা হয়। ১০ দিন দোকান বন্ধ রেখে দোকান পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়। ১০দিন পর পুনরায় ওই দোকানে অভিযান চালোনো হবে বলেও জানিয়ে দেন উপ-পরিচালক হাসান আল মারুফ।

দোকান মালিক নিজাম উদ্দিন আলম বলেন, ‘মেয়াদোত্তীর্ণ খাবারের বিষয়টি আমার জানা ছিল না।’   

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘দুই-তিন জন শিক্ষার্থী আমাদের কাছে অভিযোগ করেছিল। অভিযোগের প্রেক্ষিতে আমি সেখানে সহকারী প্রক্টর ও পুলিশ পাঠিয়েছিলাম। তারা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজশাহীর ম্যাজিস্ট্রেট ডেকেছিল। তিনি দোকান মালিককে জরিমানা করেছেন।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!