X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

প্রকৌশলী-ঠিকাদার সংঘর্ষের ঘটনায় বিসিসি’র তদন্ত কমিটি

বরিশাল প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৮, ০৯:৪৭আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ০৯:৫২

বরিশাল সিটি করপোরেশন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ঠিকাদারি উন্নয়নমূলক কাজের প্রধান নির্বাহী প্রকৌশলী আনিচুজ্জামান এবং বিসিসি’র ঠিকাদার মেসার্স মিতুসী এন্টারপ্রাইজের কর্ণধার মোমিন সিকদারের মধ্যে সংঘাতকে কেন্দ্র করে মেয়র বরাবর দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় তিন দফা দাবি জানিয়ে মেয়র আহসান হাবীব কামাল বরাবর স্বারকলিপি দিয়েছে বিসিসি ঠিকাদার সমিতি। এই ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

মেয়র আহসান হাবীব কামাল বলেন, ‘ঠিকাদার মোমিন সিকদারের সঙ্গে বিসিসি’র প্রধান নির্বাহী প্রকৌশলী আনিচুজ্জামানের যে উত্তপ্ত ঘটনার সৃষ্টি হয়েছে সে ব্যাপারে তাদের উভয়ের পক্ষ থেকে বিচারের দাবি জানিয়ে লিখিত আবেদন করেছে। আমি প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াহেদুজ্জামানকে প্রধান করে বিসিসি সচিব এবং ম্যাজিস্ট্রেটসহ তিন সদস্যের তদন্ত কমিটি করে দিয়েছি। তারা তিন দিনের ভেতর আমাকে রিপোর্ট দেবেন।’

মঙ্গলবার সিটি করপোরেশন ভবনেই প্রকৌশলী ও ঠিকাদারের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঠিকাদার মোমিন সিকদার রানিং বিল চাইলে তা পরিশোধে অস্বীকৃতি জানান প্রকৌশলী আনিচুজ্জামান। পরে এ নিয়ে কথা কাটাকাটি থেকে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। আনিচুজ্জামান অভিযোগে করেন, তাকে গুলি করে হত্যার হুমকি দিয়েছেন মোমিন সিকদার।

মঙ্গলবার বিকালে বিসিসি ঠিকাদার সমিতির সভাপতি কাজী সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন মাসুদ, আলতাফ হোসেন তালুকদার (ওরফে হাজী আলতাফ), খন্দকার গোলাম মোস্তফা, বদিউজ জামান টোটন, রফিকুল ইসলামসহ ২৫ থেকে ৩০ জন ঠিকাদার মেয়রের কাছে দরখাস্ত দেওয়ার সময় উপস্থিত ছিলেন।

অপরদিকে গুলি করে হত্যার হুমকির অভিযোগে ঠিকাদার মোমেন সিকদারসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে অভিযুক্ত করে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন প্রধান নিবার্হী প্রকৌশলী আনিচুজ্জামান।

এব্যাপারে ঠিকাদার মোমিন সিকদার বলেন, ‘কাজের বিল নিয়ে আনিচুজ্জামানের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। কিন্তু তার সঙ্গে কোনও ধরনের অশালীন আচরণ করা হয়নি। প্রধান প্রকৌশলী আমাদের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তা আদৌ সত্য নয়।’

এব্যাপারে ঠিকাদার আলতাফ হোসেন সিকদার বলেন, ‘আমি মেয়র আহসান হাবীব ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াহেদুজ্জামানের সঙ্গে ঠিকাদারদের উপস্থিতিতে কথা বলেছি। আর কোনও ভুল বোঝাবুঝির সৃষ্টি যাতে না হয় সেদিকে নজর দিয়ে ঘটনার সুষ্ঠ সমাধানের আশা করছি।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
ফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
বহুতল ভবনের সংজ্ঞাফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়