X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সাংসদ গোপালের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

দিনাজপুর প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৮, ১৭:২৭আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ১৮:২০

দিনাজপুর দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। পাওনা টাকা চাওয়ায় গালাগালিসহ পুলিশ দিয়ে হয়রানি করানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তার নির্বাচনি এলাকা কাহারোল উপজেলার পাহাড়পুর গ্রামের মৃত দুর্গাচরণ রায়ের ছেলে শক্তি সিং রায়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ৩ বছর আগে তার ছেলে শিখন চন্দ্রকে বনড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশপ্রহরী পদে চাকরি দেওয়ার কথা বলে ডোনেশনের নামে সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল তার কাছ থেকে ৩ লাখ টাকা নেন। কিন্তু তার ছেলেকে চাকরি না দিয়ে তিনি সাত লাখ টাকার বিনিময়ে তপন চন্দ্র রায়কে নিয়োগ দেন। এখন তিনি টাকাও ফেরত দিচ্ছেন না। টাকা ফেরত চাইতে গেলে তাকে গালাগাল করছেন বলে অভিযোগ করেন।

তিনি বলেন, ‘পাহাড়পুর এলাকায় সরকারিভাবে বিদ্যুতায়নের কাজ চলছে। ঠিকাদারের লোকজন নির্মাণাধীন বিদ্যুতিক লাইন জোর করে তার বাড়ির ওপর দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এতে সংসদ সদস্য গোপাল ক্ষিপ্ত হয়ে তাকে অশ্লীল ভাষায় গালাগালি করেন। বাড়িঘর গুঁড়িয়ে দিয়ে তার পরিবারকে উচ্ছেদ করাসহ পুলিশ দিয়ে পিটিয়ে শিক্ষা দেওয়ার হুমকি দেন। গত সোমবার সকালে তিনি বিনা কারণে তাকে ও তার ছেলেকে গ্রেফতারের জন্য বীরগঞ্জ থানা থেকে পুলিশ পাঠান। এছাড়াও বিদ্যুৎ বিল বকেয়া না থাকা পরও তার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় দৃষ্টিসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।

এ ব্যাপারে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘শক্তি সিংহ রায়ের সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বরং তার এক ছেলেকে বিনা পয়সায় চাকরি দেওয়া হয়েছে। আগামী নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন প্রত্যাশীরা তাকে দিয়ে এই নাটক সাজিয়েছে। মিথ্যার আশ্রয় নেওয়ায় তিনি শক্তির বিরুদ্ধে মামলা দায়েরের কথা জানান।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া