X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

জনদুর্ভোগের নাম কুমিল্লার চাঁপাপুর-কোটবাড়ি সড়ক

মাসুদ আলম, কুমিল্লা
২৬ এপ্রিল ২০১৮, ০৭:০০আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ১৬:২৮

চাঁপাপুর-কোটবাড়ি সড়ক চাঁপাপুর-টমছম ব্রিজ-কোটবাড়ি হয়ে কুমিল্লা জেলার বরুড়া উপজেলা পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য ২৩ কিলোমিটার। এরমধ্যে কোটবাড়ি থেকে চাঁপাপুর পর্যন্ত সড়কটির অবস্থা একেবারে বেহাল। জায়গায়-জায়গায় ইট ও পিচ উঠে পুরো সড়ক এবড়োখেবড়ো হয়ে পড়েছে। এরই মধ্যে ভারি যান চলাচল করায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্তও। সঙ্গে যোগ হয়েছে ধুলাবালি-কাদা-পানি। এ কারণে হাসপাতালগামী অ্যাম্বুলেন্স রাস্তার গর্তে পড়ে মুমূর্ষু রোগীর জন্য প্রাণঘাতী হয়ে উঠছে। উল্টে যাচ্ছে অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনও। স্থানীয়দের অভিযোগ, যান চলাচল ও পথচারীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এই সড়কটি। এরপরও সংস্কারের ব্যাপারে কর্তৃপক্ষের কোনও উদ্যোগ দেখা যায়নি। তবে সড়কটি শিগগিরই সংস্কার করা হবে বলে জানিয়েছে কুমিল্লার সড়ক ও জনপথ বিভাগ।

সরেজমিন দেখা গেছে, সড়কটিতে যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, রিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহন  চলাচল করে। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তাটির বিভিন্ন অংশের পিচ ও ইট উঠে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। গত বর্ষায় নগরবাসীকে এই সড়কে চলাচল করতে দুর্ভোগ পোহাতে হয়েছে। এরপর প্রায় এক বছর পার হতে চললেও এখন পর্যন্ত সড়কটি সংস্কারে কর্তৃপক্ষের কোনও উদ্যোগ দেখা যায়নি।

চাঁপাপুর-কোটবাড়ি সড়ক নগরীর কোটবাড়ি থেকে চাঁপাপুর পর্যন্ত বেহাল দশার এই সড়কটি নগর, মহানগর ও জেলাবাসীর জন্য অনেক গুরুত্বপূর্ণ। এ সড়কের পাশেই রয়েছে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বাখরাবাদ গ্যাস কোম্পানি, কুমিল্লা ইপিজেড, নার্সিং ইনস্টিটিউট, সদর উপজেলা পরিষদ, পানি উন্নয়ন বোর্ড, সার্ভ ইনস্টিটিউট, কুমিল্লা র‌্যাবের কার্যালয়, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা সরকারি শিক্ষাবোর্ড মডেল কলেজ, আনসার ভিডিপি কার্যালয়, পিবিআই ও কুমিল্লা হাইওয়ে পুলিশের কার্যালয়, কৃত্রিম প্রজনন কেন্দ্র, জেলা প্রাণিসম্পদ অফিস। এছাড়া রয়েছে বেশ কিছু অভিজাত শপিংমল, সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে জেলা ও জেলার বাইরের রোগী, সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, ইপিজেডের শ্রমিকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও শ্রেণি-পেশার মানুষ রাতে-দিনে এই সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হন।  

নগরীর উত্তর আশ্রাফপুর এলাকার বাসিন্দা ফিরোজ মিয়ার অভিযোগ, ‘কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ইপিজেডসহ বেশ কিছু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থাকায় টমছমব্রিজ থেকে চাঁপাপুর পর্যন্ত সড়কটি সাধারণ মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে রাস্তাটির বিভিন্ন অংশের পিচ ও ইট উঠে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। গর্ত ও ধুলাবালির কারণে এই সড়কে যাতায়াত করা অসম্ভব হয়ে পড়েছে। যখন কোনও যানবাহন চলাচল করে, তখন ধুলাবালিতে সড়কটি অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। বছরজুড়ে সড়কটি বেহাল হয়ে পড়ে থাকলেও সংস্কারের কোনও উদ্যোগ নেই কর্তৃপক্ষের।’

চাঁপাপুর-কোটবাড়ি সড়ক প্রায় একই অভিযোগ করেছেন নগরীর ইপিজেড এলাকার ব্যবসায়ী মোবারক হোসেন। তিনি বলেন, ‘এই সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়তে হয়। উল্টে যায় অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন। সড়কটি এবড়োখেবড়ো হয়ে পড়ায় এতে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ঝাঁকুনিতে মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনাও ঘটে। সরকারের কোটি কোটি টাকা ব্যয় করে সড়ক সংস্কারের কাজ করা হলেও নিম্নমানের কাজের কারণে কিছুদিন না যেতেই ইট ও পিচ উঠে এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।’

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার বলেন, ‘চাঁপাপুর থেকে কোটবাড়ি সড়কটি পুনঃনির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এখনও টেন্ডার হয়নি। খুব শিগগিরই টেন্ডার হয়ে যাবে। টেন্ডার হলেই সঙ্গে-সঙ্গে সড়কটির পুনঃনির্মাণের কাজ শুরু করবো।’

কবে নাগাদ কাজ শেষ হবে জানতে চাইলে মোফাজ্জল হায়দার বলে, ‘একনেকের সভায় অনুমোদন হলেও টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে।’ তবে টেন্ডারের কারণে বর্ষার আগে সড়কের পুনঃনির্মাণের কাজ শেষ করা যাবে না বলে তিনি জানান।

/এমএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়