X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে চার ভিজিলেন্স টিম

খুলনা প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৮, ১৪:০৮আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ১৪:১০

খুলনা সিটি করপোরেশন নির্বাচন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন নজরদারির জন্য নির্বাচন কর্মকর্তা ও নাগরিক প্রতিনিধিদের সমন্বয়ে চারটি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।

কেসিসি নির্বাচনের রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী বলেন, ‘৩১টি ওয়ার্ডকে চারটি ভাগ করে ভিজিলেন্স ও অবজারভেশন টিম গঠন করা হয়েছে। নির্বাচনি আচরণবিধি লংঘিত হচ্ছে কিনা, তা নজরদারি করা ও রিটার্নিং অফিসারকে অবহিত করাই হবে এই টিমের মূল দায়িত্ব। ভিজিলেন্স টিমের সদস্যরা নির্ধারিত ওয়ার্ডগুলোতে বুধবার (২৫ এপ্রিল) থেকে কাজ শুরু করেছেন।’

১ থেকে ৭ নম্বর ওয়ার্ড নিয়ে ১ নম্বর টিম, ৮ থেকে ১৫ নম্বর নিয়ে ২ নম্বর, ১৬ থেকে ২৩ নম্বর নিয়ে ৩ নম্বর  ও ২৪ থেকে ৩১ নম্বর ওয়ার্ড নিয়ে ৪ নম্বর টিম।

১ নম্বর টিমের সদস্যরা হলেন- খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার, খুলনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রাকিব উল-আলম, জেলা শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, কৃষি বিপণন অধিদফতর খুলনার জেলা বাজার কর্মকর্তা আব্দুস সালাম তরফদার, দৌলতপুর থানা নির্বাচন অফিসার মো. মাহফুজুর রহমান ও সদস্যসচিব সহকারী রিটার্নিং অফিসার মো. নাজমুল কবীর। ২নম্বর টিমের সদস্যরা হলেন- উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ারুল কাদির, গণপূর্ত বিভাগ খুলনা-১ এর নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ জাকির হোসেন, খুলনা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. শাহজালাল, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. বজলুর রশিদ, সোনাডাঙ্গা থানা নির্বাচন অফিসার মো. ওয়ালিউল্লাহ, ফুলতলা উপজেলা নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাস ও সদস্যসচিব সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. হুমায়ুন কবির। ৩ নম্বর টিমের সদস্যরা হলেন- সরকারি বিএল কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. জাফর ইমাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তাপসী দাস, বিআরটিএর উপ-পরিচালক মো. জিয়াউর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মো. শামীম হায়দার, সরকারি সুন্দরবন আদর্শ কলেজের সহযোগী অধ্যাপক গাজী মুছা আনসারী, কোটচাঁদপুর উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস ও সদস্যসচিব সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার এম মাজহারুল ইসলাম। ৪ নম্বর টিমের সদস্যরা হলেন- বেসরকারি সংস্থা রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার মো. জাভেদ ইকবাল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমেন্দ্রনাথ পোদ্দার, সরকারি বিএল কলেজের সহযোগী অধ্যাপক তবিবর রহমান, সদর থানা নির্বাচন অফিসার এটিএম শামীম মাহমুদ, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মো. আবু সাইদ এবং সদস্যসচিব জেলা নির্বাচন অফিসার মো. আনিছুর রহমান।

উল্লেখ্য, খুলনা সিটি নির্বাচনে ৫ জন মেয়র প্রার্থী, ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৪৭ জন ও ১০টি সংরক্ষিত আসনে ৩৮ জন কাউন্সিলর প্রার্থী প্রতীক নিয়ে মাঠে রয়েছেন। 

 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী