X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

শেরপুরে কৃষক হত্যায় একজনের যাবজ্জীবন

শেরপুর প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৮, ২৩:০০আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ২৩:০৮

আদালত

শেরপুরে কৃষক নছিমদ্দিন হত্যা মামলায় শরাফত আলী (৫০) নামে একজনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বিকালে জেলা ও দায়রা জজ এম.এ. নূর এ রায় দেন। আসামিপক্ষের আইনজীবী তৌহিদুর রহমান এ খবর নিশ্চিত করেন।

আইনজীবী তৌহিদুর রহমান জানান, এ মামলায় আনসার আলী (৫০) ও রফিকুল ইসলাম (৪০) নামে দুই জনকে পাঁচ বছর করে এবং হুসেন আলী (৪৫) ও নুরল ইসলাম (৪০) নামে আরও দুই জনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

তিনি আরও জানান, সাজাপ্রাপ্তদের উপস্থিতিতে দেওয়া এ রায়ে ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস  দেওয়া হয়।

সাজা ও খালাসপ্রাপ্তরা সবাই শেরপুর সদর উপজেলার চরখারচর গ্রামের বাসিন্দা।

আদালত সূত্র জানায়, জমি নিয়ে শত্রুতা ছিল কৃষক নছিমদ্দিন ও আনছার আলীর মধ্যে। এরই জের ধরে ২০১৩ সালের ১৮ মার্চ বিকালে শহর থেকে বাড়ি ফেরার পথে চরখারচর গ্রামে নছিমদ্দিনের ছেলে রবিন মিয়ার ওপর হামলা চালায় আনছার আলী ও তার সহযোগীরা। এ সংবাদ রবিনের বাড়িতে পৌঁছালে তার বাবা নছিমদ্দিন ও পরিবারের কয়েকজন দৌড়ে ঘটনাস্থলে আসেন। এসময় ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে আনছার আলী ও তার সহযোগীরা নছিমদ্দিন ও পরিবারের সদস্যদের ওপরও হামলা চালায়। এতে নছিমদ্দিন, তার ছেলে রবিনসহ আরও বেশ কয়েকজন গুরুতর আহত হলে তাদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ১১ দিন চিকিৎসাধীন থাকার পর নছিমদ্দিন মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে রবিন মিয়া বাদী হয়ে ২৩ জনকে আসামি করে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

সূত্র আরও জানায়, ২০১৩ সালের ৩০ জুন সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মামুন মিয়া এজাহারভুক্ত সাত জনকে বাদ দিয়ে ১৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। কিন্তু মামলার বাদীপক্ষ সেই চার্জশিটের বিরুদ্ধে আদালতে না-রাজি দাখিল করলে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিতে স্থানান্তর করা হয়। প্রায় এক বছর তদন্তের পর সিআইডির তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) নওজেশ আলী মিয়া বাদ দেওয়া ৩ জনকে সম্পৃক্ত করে ১৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত বৃহস্পতিবার এ রায় দেন।

আইনজীবী তৌহিদুর রহমান এ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, রায় বিবেচনাপ্রসূত হয়েছে। আদালত ন্যায্য বিচার করেছেন। যাদের সাজা হয়েছে, আশা করি, উচ্চ আদালতে আপিলে তারা ন্যায়বিচার পাবেন।

তবে মামলার বাদী রবিন মিয়া রায়ে নিজের হতাশা প্রকাশ করে বলেন, আমরা আশা করেছিলাম, আসামিদের কয়েকজনের সর্বোচ্চ সাজা হবে। কিন্তু মাত্র একজনের যাবজ্জীবন এবং চার জনের সাজার রায় হয়েছে। আর ১৪ জন আসামিই খালাস পেয়েছেন। আমরা আসামিদের অধিকতর সাজা নিশ্চিত করতে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
বাস-সিএনজির সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জন নিহত
বাস-সিএনজির সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জন নিহত
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’