X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বরিশালে কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
২৯ এপ্রিল ২০১৮, ১০:৪৫আপডেট : ২৯ এপ্রিল ২০১৮, ১০:৫৩

 

বরিশাল

বরিশালে কলেজ ছাত্রীকে (১৭) ধর্ষণের ঘটনায় নিজাম উদ্দিন ওরেফে মিজান (২২)নামে আরও একজনকে শনিবার গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে এর আগে গ্রেফতার তিন আসামিক শনিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। পরে তাদের আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক আসাদুজ্জামান।

ধষণের ঘটনায় গ্রেফতার চার জন হলো হলো, রায়হান মল্লিক রাব্বি (২৬),সাইফুল ইসলাম সজিব (২২) ও মো. মনির শেখ (২৫),নিজাম উদ্দিন ওরেফে মিজান (২২)।  

এরমধ্যে মিজানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ না থাকলেও সে অপরাধ করতে সহায়তা করেছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার এসআই সত্যরঞ্জন খাসকেল।

এর আগে শুক্রবার মধ্যরাতে ৪ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন ভিকটিমের মা।

এদিকে নির্যাতনের শিকার কলেজ ছাত্রী এখনও শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। হাসপাতালের গাইনি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ডা. শিখা সাহা জানান, মেয়েটিকে অনেকটা পার্শবিকভাবে নির্যাতন করা হয়েছে। ছোট ছোট দুইটি অস্ত্রপচার শেষে মেয়েটিকে সার্জারি (মহিলা) ওয়ার্ডে হস্তান্তর করা হয়েছে। সে কিছুটা শঙ্কামুক্ত হলেও, অতিরিক্ত চেতনানাশক খাওয়ানোর ফলে সে বেশির ভাগ সময় ঘুমে থাকছে। তার মানসিকভাবে সুস্থ হতে সময় লাগবে।

মেট্রোপলিটন পুলিশ কমিশনার এ এম রুহুল আমিন জানিয়েছেন,

পুলিশের জিজ্ঞাসাবাদে রাব্বীসহ তিন জনই ওই ছাত্রীকে ধর্ষণের কথা স্বীকার করেছে।

ঘটনার বিবরণে গ্রেফতারকৃতরা জানিয়েছে, ভিকটিমের বন্ধু ইমতিয়াজের মেসে ভিকটিম আসে প্রাকটিক্যাল খাতা নেওয়ার জন্য। সে সময় পূর্বপরিকল্পনা অনুযায়ী গ্রেফতারকৃত মানিক ভিকটিমের বন্ধুকে মেসে আটকে রাখে এবং ঘটনার মূল হোতা রাব্বী ওই মেয়েটিকে (ভিকটিম)তার ছেলে বন্ধুর মেস থেকে তুলে রিকশায় করে সাইফুলের মেসে নিয়ে যায়। যেখানে প্রথমে রাব্বী পরে সাইফুল ও মানিক ওই ছাত্রীকে নির্যাতনে করে।

এর আগেই ভিকটিম ও ভিকটিমের বন্ধুর কাছ থেকে তারা ৫ হাজার টাকা ও দুইটি মোবাইল সেট নিয়ে নেয়। নির্যাতনের পর রাব্বী ও মানিক ওই ছাত্রীকে সাইফুলের মেসে ফেলে রেখে পালিয়ে যায়। পরে ছাত্রীর বন্ধুর কাছ থেকে খবর পেয়ে পুলিশ শুক্রবার দুপুর ১২টার দিকে অচেতন অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে।

অন্যদিকে এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচার ও শাস্তির দাবিতে শনিবার (২৮ এপ্রিল) সকালে বিএম কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। মানববন্ধনে বক্তারা ধর্ষণের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শনিবার বিকালে ‘নিরাপদ হোক নারীর পদ চলা’ শ্লোগান নিয়ে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। জেলা ও মহানগর ছাত্রলীগের শতাধিক কর্মী ও সমর্থক অশ্বিণী কুমার হলের সামনে সদর রোডে দাঁড়িয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে তারা রাব্বির বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি নগরীর বিভিন্ন সড়কে করে।

 

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়