X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

তৃণমূলের মতামতে প্রার্থী মনোনয়ন দেবেন প্রধানমন্ত্রী: আব্দুর রাজ্জাক

জামালপুর প্রতিনিধি
০৩ মে ২০১৮, ২০:০২আপডেট : ০৩ মে ২০১৮, ২০:১৩

বক্তব্য রাখছেন আব্দুর রাজ্জাক (ছবি- প্রতিনিধি)

তৃণমূলের নেতাদের মতামতের ভিত্তিতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক আসনে প্রার্থী মনোনয়ন দেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূলের নেতাদের মতামতের ভিত্তিতেই প্রতিটি আসনে প্রার্থী মনোনয়ন দেবেন। আপনাদের শঙ্কিত হওয়ার কিছু নেই। সবাই দল ও দলের সভানেত্রীর ওপর আস্থা রাখুন।’

বৃহস্পতিবার (৩ মে) দুপুরে জামালপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত সরকারি আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আবদুর রাজ্জাক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব খবরই রাখেন। কোন সংসদ সদস্য কী করছেন, কোন এলাকার কী অবস্থা, উন্নয়ন হচ্ছে কিনা, সব কিছুরই খবর নেন তিনি।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর আর হারাবার কিছুই নেই। তার চাওয়া-পাওয়া এখন একটাই, বাংলাদেশটাকে সুখী-সমৃদ্ধ করা। নিরলসভাবে তিনি সেই চেষ্টাই করে যাচ্ছেন।’

তিনি বলেন, ‘১৯৭১ সালের পর বিশ্ব ব্যাংক ও অনেক বিদেশি অর্থনীতিবিদ বলেছিলেন, ‘বাংলাদেশ চিরদিন বিদেশি সাহায্যের ওপর নির্ভরশীল থাকবে। জনসংখ্যা বৃদ্ধির কারণে বাংলাদেশ টিকে থাকবে না। এমন সব ভবিষ্যতবাণীকে ইতোমধ্যে মিথ্যা প্রমাণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আজ আর পরনির্ভরশীল নয়। উন্নয়নশীল দেশ হিসেবে এদেশ এগিয়ে চলেছে। আজ বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশে এসে বলেন, উন্নয়নের গল্প শোনার জন্য এসেছি।’

জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দিপু মনি, সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগীয়) মিজবাহ উদ্দিন সিরাজ, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, কেন্দ্রীয় সদস্য ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, জামালপুর সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম হীরা, ইসলামপুর আসনের সংসদ সদস্য আলহাজ ফরিদুল হক খান দুলাল, জামালপুর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাহজাবিন খালেদ বেবী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা