X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়াকে মুক্ত করে হলেও নির্বাচনে অংশ নিন: নাসিম

ভোলা প্রতিনিধি
০৮ মে ২০১৮, ১৯:৩২আপডেট : ০৮ মে ২০১৮, ১৯:৩৭

ভোলায় মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আওয়ামী লীগ নির্বাচনকে ভয় পায় না। ‘৭০ সালে সামরিক শাসনের মধ্যে নির্বাচন করেও বিজয়ী হয়েছে।  বরং বিএনপি নির্বাচনকে ভয় পায়। ভয় না পেয়ে বিএনপির নির্বাচনে অংশ নেওয়া উচিত। প্রয়োজনে খালেদা জিয়াকে মুক্ত করে হলেও নির্বাচনে অংশ নেওয়া উচিত বিএনপির।’

মঙ্গলবার (৮ মে)  দুপুরে  ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একশ’ শয্যা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে অনুষ্ঠিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মতো আগামী সংসদ নির্বাচনও স্থগিত হয়ে যাবে- বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘সংবিধান অনুযায়ী আগামী ডিসেম্বরে এ সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন স্থগিতের প্রশ্নই ওঠে না। বরং যারা এ ধরণের কথা বলেন তারা বোকা ছাড়া অন্য কিছু নয়। ২০১৪ সালের নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি যে ভুল করেছে আগামীতে তারা একই ভুল করলে বাটি চালান দিয়েও বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না। খালি মাঠে আর আওয়ামী লীগ খেলতে চায় না। এই ধরণের খেলা ভালো লাগে না।’

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘আগামী নির্বাচনকে একটি ফাইনাল  খেলা হিসেবে দেখতে চায় আওয়ামী লীগ।’ এসময় তিনি বিএনপিকে মাঠ  ছেড়ে পালিয়ে না যাওয়ারও আহ্বান জানান।

চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে ভোলার সিভিল সার্জন ডা. রথিন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে আরও বক্তব্য রাখেন স্থানীয় এমপি এবং বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য প্রকৌশলের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মোহি, চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন প্রমুখ।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়