X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে এইচএসসি পরক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি
১১ মে ২০১৮, ০৯:২৭আপডেট : ১১ মে ২০১৮, ০৯:২৭

 

জয়পুরহাট জয়পুরহাট শহরের বিহারিপাড়া মহল্লার বাসিন্দা ফজলে রাব্বী (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে হকিস্টিক দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১০ মে) রাত ৭টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কে প্রতিবেশী রেজা নামে এক যুবক তাকে পিটিয়ে আহত করলে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) মমিনুল হক এই তথ্য জানান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত ফজলে রাব্বীর বাড়ি আক্কেলপুরের রোয়াইর গ্রামে। সে এবার জয়পুরহাট শহরের শহীদ জিয়া কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়। বৃহস্পতিবার তার শেষ পরীক্ষা ছিল। সখ করে বাবা সেলিম রেজা তাকে সুজুকি জিক্সার মোটরসাইকেল কিনে দেন। সেই মোটরসাইকেলে চোখ পড়ে প্রতিবেশী সওদাগর পাড়া মহল্লার গিয়াস উদ্দিনের ছেলে রেজার। রেজা মাঝে মধ্যে টাকা ধার চাইতো ফজলে রাব্বীর কাছে। কিছু দিন আগে তার মোটরসাইকেলও চায়। কিন্তু ফজলে রাব্বী তা দিতে অস্বীকার করলে ক্ষুব্ধ হয় রেজা।

বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের বঙ্গবন্ধু সড়ক পথে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন ফজলে রাব্বী। এসময় গতিরোধ করে রেজা তার কাছে আবারও মোটরসাইকেল চায়। কিন্তু রাব্বী তা প্রত্যাখ্যান করলে বাকবিতণ্ডার একপর্যায়ে নিজের ওষুধের দোকান থেকে হকিস্টিক এনে তার মাথায় আঘাত করে রেজা। গুরুতর আহত অবস্থায় রাব্বীকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার ডা. আবু মনছুর মো. আব্দুল্লাহ বলেন, ‘ফজলে রাব্বীকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। মাথায় গুরুতর আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) মমিনুল হক জানান,‘ফজলে রাব্বীর মোটরসাইকেল না পেয়ে প্রতিবেশী রেজা তাকে হকিস্টিক দিয়ে আঘাত করে। এতে ফজলে রাব্বীর মৃত্যু হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না