X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

জাকাত নিতে গিয়ে চট্টগ্রামে ৯ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ মে ২০১৮, ১৩:২০আপডেট : ১৫ মে ২০১৮, ২১:০৬

চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের খাটিয়া ডাঙ্গা এলাকায় জাকাত ও ইফতার সামগ্রী নিতে গিয়ে সোমবার (১৪ এপ্রিল) ৯ নারী মারা গেছেন। এ ঘটনায় আহত আরও ১০-১২ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই ইউনিয়নের চেয়ারম্যান তসলিমা আবছার একথা জানিয়েছেন।  

চট্টগ্রামের জেলা পুলিশ সুপার (এসপি) নূরে আলম মিনা বলেন, জাকাত ও ইফতার সামগ্রী নিতে ঘটনাস্থলে প্রচুর মানুষ ভিড় জমায়। মাঠটিতে ধারণ ক্ষমতার চেয়েও বেশি মানুষ উপস্থিত ছিলেন। ফলে প্রচণ্ড গরম আবহাওয়া ও ভিড়ের কারণে হিট স্ট্রোকে বেশ কিছু মানুষ অসুস্থ হন। তাদের মধ্যে ৬-৭ জন মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।  

এসপি বলেন, সোমবার ইউনিয়নে খাটিয়া ডাঙ্গা এলাকায় জাকাত ও ইফতার সামগ্রী বিতরণ করছিল কেএসআরএম গ্রুপ। এগুলো নিতে অনেক মানুষ ভিড় জমায়। গরম ও ভিড় বেশি থাকায় লোকজন অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চেয়ারম্যান আরও বলেন, প্রতিবছর তাদের এলাকার একটি মসজিদের মাঠে কেএসআরএম জাকাত ও ইফতার সামগ্রী বিতরণ করে। মাঠে ১০ হাজার মানুষের ধারণক্ষমতা থাকলেও আজ জমায়েত হয়েছিল ২০-৩০ হাজার মানুষ। অতিরিক্ত ভিড় ও গরম হওয়ায় হিট স্ট্রোক করে ৯ জন মারা গেছেন। আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন।

সাতকানিয়ায় জাকাত নিতে গিয়ে মৃত্যুর ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে কেএসআরএম এর সিইও মেহেরুল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, কোনও মৃত্যুই কাঙ্ক্ষিত নয়। আজ ইফতার সামগ্রী ও জাকাত দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। সেখানে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা ছাড়াও পর্যাপ্ত পুলিশ ছিল। তারপরও চাপের কারণে হয়তো এমন ঘটনা ঘটেছে। নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও তারা ব্যবস্থা নেবেন।

 

/জেইউ/এসটি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক