X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রাবিতে ছাত্রলীগ নেতাকে দুই কর্মীর মারধরের অভিযোগ

রাবি প্রতিনিধি
১৫ মে ২০১৮, ০৯:২৬আপডেট : ১৫ মে ২০১৮, ০৯:২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই কর্মীর বিরুদ্ধে এক নেতাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৪ মে) বিকাল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলে এ মারধরের ঘটনা ঘটে। তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা।

মারধরের শিকার মো. আব্দুর রাকিব বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে সম্প্রতি মাস্টার্স শেষ করেছেন। তিনি রাবি ছাত্রলীগের বর্তমান কমিটির সদস্য। অন্যদিকে মারধরের অভিযোগ ওঠা মো. অভি সরকার ও মো. কাউসার ভাষা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তারা রাবি ছাত্রলীগের সহ-সভাপতি সাদ্দাম হোসেনের অনুসারী।

হল সূত্রে জানা যায়, ভুক্তভোগী রাকিবের রুমমেট জাহিদ মারধরকারী অভির বন্ধু। অভি রবিবার রাতে জাহিদের কক্ষে আসে। কিন্তু কক্ষ থেকে যাওয়ার সময় ভুলবশত (জাহিদের জুতা মনে করে) রাকিবের জুতা নিয়ে যায় অভি। রাতেই অভিকে ফোন করে জাহিদ জুতা ফিরিয়ে দিতে বলেন।  সোমবার সকালে অভি জুতা রেখে যায়। পরে বিকালে অভি তার ক্লাসমেট কাউসারকে নিয়ে আবার ওই কক্ষে যায়। সেখানে রাকিব ও অভির মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভি ও কাউসারসহ কয়েকজন রাকিবকে মারধর করে। পরে রাবি ছাত্রলীগের সহ-সভাপতি সাদ্দাম এসে তাদেরকে থামানোর চেষ্টা করেন।

মারধরের শিকার রাকিবের অভিযোগ, ‘সকালে জুতা ফিরিয়ে দেওয়ার পর বিকালে অভি তার বন্ধুদের নিয়ে আবার আমার রুমে আসে। এসময় কেন আমার জুতা নিয়েছিল জানতে চাইলে তারা আমাকে গালিগালাজ ও মারধর করে।’

মারধরের বিষয়টি অস্বীকার করেন অভিযুক্ত অভি ও কাউসার। তারা বলেন, ‘জুতা নিয়ে ঝামেলা হয়েছিল। তাই বিকেলে আমরা বড় ভাইয়ের (রাকিব) সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তার সঙ্গে সামান্য ধাক্কাধাক্কি হয়েছে। কোনও মারধরের ঘটনা ঘটেনি।’

ছাত্রলীগ সহ-সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ‘রাকিব আর অভির মাঝে তুচ্ছ ঘটনা নিয়ে সামান্য কথা কাটাকাটি হয়েছিল। আমি  বিষয়টি মীমাংসা করে দিয়েছি। কোনও মারধরের ঘটনা ঘটেনি।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
পার্বত্য এলাকার উন্নয়নে হাজার কোটি টাকার কাজ চলছে: প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল
পার্বত্য এলাকার উন্নয়নে হাজার কোটি টাকার কাজ চলছে: প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা