X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ইভিএমে নারীরা খুশি, পুরুষরা নাখোশ

আসাদুজ্জামান সরদার, খুলনা থেকে
১৫ মে ২০১৮, ১১:৩৬আপডেট : ১৫ মে ২০১৮, ১২:১১

ইভিএম পদ্ধতির ভোট কেন্দ্র

খুলনা সিটি করপোরেশ (কেসিসি) নির্বাচনে দুটি মাত্র কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট নেওয়া হচ্ছে। এই পদ্ধতিতে ভোট দেওয়া নিয়ে নারী ভোটারা খুশি হলে পুরুষ ভোটারা নাখোশ। মঙ্গলবার নগরীর সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সহরের পিটিআই কেন্দ্রে ঘুরে এবং ভোটাদের সঙ্গে কথা বলে এ প্রতিক্রিয়ার কথা জানা যায়।

সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ভোট দিয়ে বের হওয়া তানজিলা আক্তার অমি (২১)নামে এক ভোটার বলেন,‘লাইফে প্রথম ভোট দিয়েছি। খুব ভালো লাগছে। সেটাও আবার ইভিএম পদ্ধতিতে। বাটন চেপে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিলাম কোনও সমস্যা হয়নি। এটি (ইভিএম) অনেক সহজ একটি পদ্ধতি। ভুল ভোট দেওয়ার কোনও সুযোগ নেই।’

অন্যদিকে বয়স্ক নারীদের সঙ্গে কথা বলে জানা যায়,ইভিএম পদ্ধতিতে ভোট দেওয়ার ব্যাপারটা তাদের কাছে প্রথমে কিছুটা জটিল মনে হলেও বুঝিয়ে দেওয়ার পর আর সমস্য হচ্ছে। তারা এ পদ্ধতি নিয়ে বেশ সন্তুষ্ট।

ইকবাল নগরী এলাকা থেকে আসা ভোটার নাজমা বেগম (৫০) বলেন, ‘ইভিএম পদ্ধতিতে এই প্রথম ভোট দিলাম। প্রথম কঠিন মনে হচ্ছিল। বুঝিয়ে দেওয়ার পর আর সমস্যা হয়নি। খুব ভালোভাবে ভোট দিয়েছি।’ 

সোনাপোতা সরকারি প্রাথমিক কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মামুন অর রশীদ জানান, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। এই কেন্দ্রে ১০৯৯ জন নারী ভোটার ইভিএম পদ্ধতিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট নিরপেক্ষ করতে সিসি ক্যামেরা বসানো হয়েছে। এই পদ্ধতিতে ভোটাররা দ্রুত ভোট দিতে পারছেন। কারও বুঝতে সমস্যা হলে আমাদের পক্ষ থেকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। মোবাইল নিয়ে কাউকে ভোট কক্ষে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভোটাররা শান্তিপূর্ণভাবেই ভোট দিচ্ছেন। 

অন্যদিকে নগরীর পিটিআই কেন্দ্রে পুরুষ ভোটারা ইভিএম পদ্ধতিতে ভোট দিচ্ছেন। এ পদ্ধতিতে ভোট দিতে গিয়ে পরুষ ভোটারা অসোন্তষ। তারা বলছেন এ পদ্ধতিতে ভোট দিতে সময় বেশি লাগছে, ফলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

এ কেন্দ্রে ভোট দিতে আসা পূর্ববানিয়া খামার এলাকার সুমন হোসেন ইভিএম পদ্ধতি নিয়ে বিরক্তি প্রকাশ করে বলেন, ‘ইভিএম পদ্ধতিতে সময় বেশি লাগে। তাই আমাদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আঙুলের ছাপ না মেলায় বার বার চেষ্ট করা হচ্ছে। এ কারণে সময় বেশি লাগছে। ’

একই এলাকা থেকে আসা প্রদীপ জানান, ইভিএম পদ্ধতিতে ভোট দিতে গিয়ে ঝামেলায় পড়তে হচ্ছে। আমার আগুলের ছাপ না মিলায় আবার বাসায় গিয়ে ন্যাশনাল আইডি কার্ড আনতে হয়েছে। আমার কাছে ব্যালট পেপারে ভোট দেওয়াই সহজ  মনে হয়।

পিটিআই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. মামুন সরদার বলেন, ‘নতুন পদ্ধতি এ কারণে ভোটারদের বুঝতে সময় লাগছে। দুই ঘণ্টায় ৩শ’ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট শান্তিপূর্ণ হচ্ছে।

কেন্দ্র দুটোতেই সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়ছে। 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা