X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘গুরিবে ধান দিবো ক্যামনে’

হিমাদ্রি শেখর ভদ্র, সুনামগঞ্জ
১৭ মে ২০১৮, ১৬:৫৯আপডেট : ১৮ মে ২০১৮, ১২:৩৬

সুনামগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ‘গুদামেও গুরিবের (গরিবের) ধান দেওয়ার কোনও সিস্টেম নাই। হুনছি হারা জেলায় মাত্র ৬ হাজার টন ধান কিনবো সরকার। হেইডি তো খালি বড়ো বড়ো গিরস্থরাই দিইবো। গুরিবে ধান দিবো ক্যামনে। হারা বছর ক্ষেত কইরা এই হইলো লাভ।’ সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের দেখার হাওর তীরবর্তী ইসলামপুরের প্রান্তিক কৃষক তাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এসব কথা বলেন।

এই বছর কৃষকের কাছ থেকে সুনামগঞ্জ জেলায় মোট ৬ হাজার মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ধান দিতে না পারার আশঙ্কা থেকে তিনি এসব কথা বলেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, জেলায় কৃষি কার্ডধারী কৃষকের সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার। ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ হাজার মেট্রিকটন। সে হিসেবে কার্ডধারী প্রত্যেক কৃষক ৪০ কেজি ২৬০ গ্রাম ধান সরকারি খাদ্যগুদামে বিক্রি করতে পারবেন।

মোল্লাপাড়া ইউনিয়নের গুয়াচুড়া গ্রামের কৃষক যতন মিয়া বলেন, ‘গেল দুই বছর বন্যার কারণে ফসলহানি হয়েছে। এ বছর বাম্পার ফলন হয়েছে, কিন্তু সরকার গুদামে যে ধান কেনার লক্ষ্যমাত্রা দিয়েছে; তা হাস্যকর ছাড়া আর কিছু না।’

জেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে, জেলার ১১টি উপজেলার খাদ্যগুদাম গুলোতে ছয় হাজার মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে। ১১ টি উপজেলার মধ্যে সদরে ৫০০ মেট্রিকটন, দক্ষিণ সুনামগঞ্জে ৫০০ মেট্রিকটন, দোয়ারাবাজারে ৪০০ মেট্রিক টন, ছাতকে ৪০০ মেট্রিক টন, জগন্নাথপুরে ৬০০ মেট্রিকটন, দিরাইয়ে ৭০০ মেট্রিকটন, শাল্লায় ৭০০ মেট্রিকটন, ধর্মপাশায় ৮০০ মেট্রিকটন,  জামালগঞ্জে ৬০০ মেট্রিক টন, তাহিরপুরে ৫০০ মেট্রিক টন ও বিশ্বম্ভরপুরে ৩০০ মেট্রিকটন।

আরও পড়ুন: ‘আমরা ধান বেইচা হারলে সরকার ধানের দাম বাড়াইবো’

হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী বলেন, ‘সুনামগঞ্জের হাওরবাসী পরপর দুই বার অকাল বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছেন। একারণে জেলার সিংহভাগ কৃষকের অর্থনৈতিক মেরুদন্ড ভেঙ্গে গেছে। সরকারি খাদ্য গুদামে ধান ক্রয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তা হাস্যকর ছাড়া আর কিছুই না।’ তিনি হাওরবাসীর স্বার্থ রক্ষায় ১ লাখ মেট্রিকটন ধান ক্রয়ের দাবি জানান।

সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য নজির হোসেন বলেন, ‘বারবার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক সরকারের হাস্যকর লক্ষ্যমাত্রা নির্ধারণে হতাশ। কোন অবস্থাতেই এটি কোনও যৌক্তিক লক্ষ্যমাত্রা নয়। ফড়িয়া, ব্যবসায়ী, মজুদদার ও মিল মালিকরা কম দামে ধান কিনে মজুদ করবে। আর  বঞ্চিত হবে কৃষক।’ 

তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান কামরুল বলেন, ‘সুনামগঞ্জের অন্যতম শস্যভান্ডার তাহিরপুর, এখানে শনি হাওর মাটিয়ান, মহালিয়ার হাওর হালির হাওরের সুবিশাল হাওর রয়েছে। এবছর বোরোর বাম্পার ফলন হয়েছে। উপজেলার এক গ্রামের মানুষই গুদামে ৫ হাজার টন ধান বিক্রির ক্ষমতা রাখে। লক্ষ্যমাত্রা ৬ হাজার মেট্রিকটন নির্ধারণ করে সরকার হাওরবাসীর জীবন নিয়ে তামসা করছে।’

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকারিয়া মুস্তফা বলেন, ‘ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা বাড়ানোর জন্য সংশ্লিষ্ট দফতরে চিঠি দেওয়া হয়েছে। এখনও কোনও জবাব আসেনি।’

সুনামগঞ্জ (সদর -বিশ্বম্ভরপুর ) ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, ‘সারা জেলায় নেওয়া সরকারের ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত। প্রকৃত কৃষকেরা যেন খাদ্যগুদামে ধান দিতে পারে, সেজন্য প্রশাসনের মনিটরিং আরও বাড়াতে হবে।’

উল্লেখ্য, গত বছর অকাল বন্যায় হাওরবাসীর ১ লাখ ৬৮ হাজার হেক্টর জমির কাঁচা ধানবিনষ্ট হয়েছে। এছাড়া ধানের পর শুরু হয় মাছের মড়ক। সেসময় গোখাদ্যের সংকট, দেনা পরিশোধ করতে নামমাত্র মূল্যে গবাদি পশু ও হালের বলদ বিক্রি করতে বাধ্য হয় তারা। ফসলহানির  কারণে হাজার হাজার হাওরবাসী কৃষককে সরকার ভিজিএফ, ভিজিডি, ওএমএস, ফেয়ারপ্রাইসসহ বিভিন্ন খাদ্য নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সারা বছর খাদ্যের যোগান দেয়। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সার, বীজ ও নগদ টাকাসহ কৃষি উপকরণ সহায়তা দেওয়া হয়। 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!