X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

জমির মালিকদের বাধায় সংযোগ সড়কের নির্মাণ কাজ বন্ধ

মেহেদী হাসান, চুয়াডাঙ্গা
১৯ মে ২০১৮, ১১:২৮আপডেট : ১৯ মে ২০১৮, ১২:০৮

জীবননগর উপজেলায় সংযোগ সড়কবিহীন সেতু চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় সেতুর দু’পাশে কোনও সংযোগ সড়ক না থাকায় সেতুটি জনসাধারণের কোনও কাজে আসছে না। বাঁকা ইউনিয়নের আলীপুর ও ঘোষনগর গ্রামের মাঝখানে ভৈরব নদের ওপর প্রায় ৩৩ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়েছে।

জীবননগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফ হোসেন বলেন, ‘সেতু নির্মাণ শেষে সংযোগসড়ক নির্মাণ করার জন্য মাটি কাটতে গেলে সেতুর উত্তর পাশের জমির মালিকরা বাধা দেওয়ার কারণে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। তবে রাস্তা নির্মাণের ব্যাপারে জমির মালিকদের সঙ্গে আলোচনা চলছে। মাটি ভরাটের জন্য সেতুটি কর্মসৃজন প্রকল্পের আওতায় নেওয়া হয়েছে। খুব শিগগিরই এ সমস্যার সমাধান করা হবে।’

জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এলাকাবাসীর দাবির প্রতি সম্মান জানিয়ে এখানে একটি সেতু নির্মাণ করা হয়েছে। তবে সংযোগ সড়ক না থাকায় তার সুফল ভোগ করতে পারছেন না এলাকার লোকজন। এখন বোরো ধান কাটার মৌসুম চলছে। ধান কাটা শেষ হলে সংযোগ সড়ক নির্মাণ করা হবে।’

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের আওতায় ২০১৫/১৬ অর্থবছরে ৩২ লাখ ৫২ হাজার ৬শ’ ৫৩ টাকা ব্যয়ে ৪০ ফুট লম্বা সেতুটি নির্মাণ করা হয়। ২০১৬ সালের জুন মাসে নির্মাণ কাজ শেষে ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে সেতুটি হস্তান্তর করে। এর পরই সেতুর দু’পাশে সংযোগসড়ক নির্মাণের জন্য প্রকল্প নেওয়া হয়।

আরও পড়ুন: ঠিকাদারের মামলায় ১০ বছর ধরে সড়ক সংস্কার কাজ বন্ধ

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী