X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বড়পুকুরিয়া কয়লা খনিতে সপ্তম দিনের মতো চলছে শ্রমিকদের কর্মবিরতি

দিনাজপুর প্রতিনিধি
১৯ মে ২০১৮, ১৪:১৫আপডেট : ১৯ মে ২০১৮, ১৪:১৫

দিনাজপুর

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে সপ্তম দিনের মতো চলছে শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি। আউট সোসিং শ্রমিকদের স্থায়ী নিয়োগ, বকেয়া বেতন-ভাতা দেওয়া ও প্রফিট বোনাসসহ ১৩ দফা দাবিতে এ ধর্মঘট চলছে। রবিবার থেকে খনির এক হাজার ৪১ জন বাংলাদেশি শ্রমিক এই কর্মবিরতি পালন করছে।

দাবি-দাওয়া আদায় ও শ্রমিকদের ওপর হামলার ঘটনায় শনিবার সকাল ১১টায় খনি গেটে সংবাদ সম্মেলন করেছে শ্রমিক-কর্মচারী ও ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। এ সময় তারা ২১ মে’র মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ২২ তারিখ থেকে কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণার হুশিয়ারী দিয়েছে।

আন্দোলনকারীদের দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো-চুক্তি অনুযায়ী সব শ্রমিকদের নিয়োগ দেওয়া, প্রতি বছর শতকরা ৪০ শতাংশ দক্ষ শ্রমিক নিয়োগ, সব শ্রমিকদের ক্ষেত্রে গ্রাচুইটি দেওয়া, আন্ডারগ্রাউন্ড শ্রমিকদের ৬ ঘণ্টা ডিউটি করানো, ক্ষতিগ্রস্ত ২০টি গ্রামের বাড়ি-ঘরের দ্রুত স্থায়ী সমাধান করাসহ ক্ষতিগ্রস্ত এলাকার পরিবারগুলোর সদস্যেদের খনিতে চাকরি দেওয়া।

বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতারা জানায়, গত ২৬ এপ্রিল খনি কর্তৃপক্ষকে তাদের দাবি ও কর্মবিরতির ব্যাপারে আল্টিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু খনি কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কোনও কর্নপাত না করায় তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে। অন্যদিকে শ্রমিকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে নিজেদের ৬ দফা দাবিতে আন্দোলনে যুক্ত হয়েছে খনি এলাকার ক্ষতিগ্রস্ত ২০ গ্রামের মানুষ।

বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক-কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান জানান, দীর্ঘদিন ধরেই কর্মকর্তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। কিন্তু কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কোনও উদ্যোগ নিচ্ছে না। আর তাই আগামী ২১ মে’র মধ্যে ১৩ দফা দাবি বাস্তবায়ন, গ্রামবাসীদের ৬ দফা দাবি বাস্তবায়ন এবং শ্রমিকদের মারধোরের সঙ্গে জড়িতদের আটক করে বিচারের আওতায় না আনা হলে ২২ মে থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক-কর্মচারীদের দাবি-দাওয়ার বিষয়ে জ্বালানি প্রতিমন্ত্রী ও জ্বালানি উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সবাইকে জানানো হলেও কোনও কাজ হয়নি। যে কারণে শ্রমিক-কর্মচারীদের পরিবার দুর্বিসহ জীবন-যাপন করছে। কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কোনও কর্নপাত করছে না। তাই অর্গানোগ্রাম অনুযায়ী আউট সোসিং শ্রমিকদের স্থায়ী নিয়োগ, বকেয়া বেতন-ভাতা দেওয়া, প্রফিট বোনাসসহ ১৩ দফা দাবিতে গত রবিবার সকাল ৬টা থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি’র শ্রমিক-কর্মচারীরা কর্মবিরতি শুরু করে। শ্রমিকদের কর্মবিরতির কারণে খনিতে কয়লা উত্তোলন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তবে খনির কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে খনির ইয়ার্ডে ২ লাখ ৪০ হাজার মেট্রিক টন কয়লা রয়েছে। এই পরিমাণ কয়লা দিয়ে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র ২ মাস চালু রাখা সম্ভব।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!