X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ঘরে মূল্যবান জিনিস নেই, ক্ষুব্ধ হয়ে আগুন দিলো চোর

মাদারীপুর প্রতিনিধি
১৯ মে ২০১৮, ১৬:৪১আপডেট : ১৯ মে ২০১৮, ১৬:৪১

চোরের দেওয়া আগুনে পুড়ে যাওয়া ঘর

মাদারীপুরের মাস্টারকলোনি এলাকার এক বাড়িতে চুরি করতে ঢুকে মূল্যবান মালামাল না পেয়ে ঘরে অগ্নিসংযোগে করে জিনিসপত্র পুড়িয়ে দিয়েছে চোরেরা। এতে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। শনিবার (১৯ মে) কলোনির হারুন-অর-রশিদের বাড়িতে এ ঘটনা ঘটে।

একই সময়ে পাশের বাড়িতেও হানা দেয় চোরের দল। র‌্যাব-৮ এ কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলামের বাসায় আলমারির তালা ভেঙে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় তারা।

ক্ষতিগ্রস্ত ও পুলিশ সূত্র জানায়, রাতে মাস্টারকলোনি এলাকার হারুন-অর-রশিদ ও অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলামের বসতঘরে কেউ ছিলেন না। চোর ঘরের দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে বিভিন্ন জিনিসপত্র তছনছ করে এবং নগদ কিছু টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। মূল্যবান জিনিসপত্র না পেয়ে এক পর্যায়ে ঘরের কাপড় ও বিছানাপত্রে আগুন লাগিয়ে দরজা বন্ধ করে চলে যায় তারা। স্থানীয়রা আগুন টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে মাদারীপুর ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

চোরের দেওয়া আগুনে পুড়ে যাওয়া ঘর

ক্ষতিগ্রস্ত হারুন-অর-রশিদ বলেন, ‘এর আগেও তার খালি বাসায় দুইবার চুরির ঘটনা ঘটেছে। এবার চোরেরা মূল্যবান মালামাল না পেয়ে ঘরে আগুন ধরিয়ে বাইরে থেকে দরজা আটকে পালিয়ে যায়। এই ধরনের ঘটনা উদ্দেশ্যমূলক। এই বিষয়ে পুলিশের গভীর তদন্ত করা দরকার।’

এ প্রসঙ্গে র‌্যাব-৮ এ কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম বলেন, ‘আমার বাসায় কেউ ছিল না। চোর ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে সব জিনিসপত্র, জামা-কাপড় এলোমেলো করেছে। কিছু কাপড়-চোপড় নিয়ে গেছে। কিন্তু ঘরের ভেতরে থাকা সিন্দুক ভাঙতে পারেনি। তাই নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিতে পারেনি।’

এই বিষয়ে জানতে চাইলে মাদারীপুর মডেল থানার ওসি কামরুল হাসান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবে।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা