X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে গ্রেফতার জেএমবির নারী সদস্য ৪ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ মে ২০১৮, ১৭:১৭আপডেট : ১৯ মে ২০১৮, ১৭:২৯

ময়মনসিংহ থেকে গ্রেফতার জেএমবির নারী শাখার সদস্য ফিরোজা বেগম (ছবি- প্রতিনিধি)

ময়মনসিংহের কোতোয়ালী এলাকা থেকে গ্রেফতার হওয়া জেএমবির নারী শাখার সদস্য ফিরোজা বেগমকে (৪২) নারায়ণগঞ্জের এক মামলায় চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। শনিবার (১৯ মে) দুপুরে নারায়ণগঞ্জের প্রথম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহম্মেদ হুমায়ুন কবির এ আদেশ দেন। আদালত পুলিশের পরিদর্শক মো. আলী বিশ্বাস এ খবর নিশ্চিত করেন।

পরিদর্শক মো. আলী বিশ্বাস জানান, আজ দুপুরে নারায়ণগঞ্জের প্রথম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় ফিরোজা বেগমকে। এরপর তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে র‍্যাব। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আহম্মেদ হুমায়ুন কবির ফিরোজা বেগমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে আজ (শনিবার) সকালে ময়মনসিংহ জেলা সদরের কাচিঝুলি এলাকায় নিজ বাসা থেকে ফিরোজা বেগমকে গ্রেফতার করে র‍্যাব-১১। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ জঙ্গিবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, ফিরোজা বেগম জেএমবির নারী বিভাগের দাওয়াতি শাখার একজন অন্যতম সদস্য। তার বিরুদ্ধে নারয়ণগঞ্জের বন্দর থানায় নাশকতা ও জঙ্গি তৎপরতার অভিযোগে একটি মামলা রয়েছে (নং-৪৮)। সেই মামলায় সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

র‍্যাব আরও জানায়, গত ১৭ মে রাজধানীর আরামবাগ থেকে জেএমবির আরও দুই নারী সদস্যকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ‘হুরের রানী’ নামের ফেসবুক আইডির মালিক রুবাইয়া ওরফে লাবিবার মা হলো এই ফিরোজা বেগম। সে বিভিন্ন জেলায় আত্মগোপন করে দীর্ঘদিন ধরে জেএমবির নারী শাখার দাওয়াতি কাজ চালিয়ে আসছিল। ফেসবুকে ধর্মীয় উগ্রবাদ-নির্ভর পোস্ট দিয়ে সে তার আত্মীয়-স্বজন ও পরিচিতদের আকৃষ্ট করতো। এভাবে নারী-কর্মী সংগ্রহের পাশাপাশি সে তাদের অনলাইনের মাধ্যমেই অস্ত্র চালনার কলা-কৌশলসহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণও দিতো।  নিজের মেয়ে রুবাইয়াসহ জেএমবির অন্য নারী সদস্যের নিয়ে ফিরোজা বেগম আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর বড় ধরনের হামলার পরিকল্পনাও করছিল।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক