X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত উজ্জল আটক

হবিগঞ্জ প্রতিনিধি
২০ মে ২০১৮, ০২:৪৫আপডেট : ২০ মে ২০১৮, ০২:৪৭

পুলিশের হাতে আটক উজ্জল হবিগঞ্জের চুনারুঘাটে পঞ্চম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত উজ্জল মিয়া (২৬)-কে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে রেমা-কালেঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, জেলার চুনারুঘাট পৌর এলাকায় নতুন বাজারের (পীরের বাজার) একটি আশ্রয় কেন্দ্রে পরিবার নিয়ে বসবাস করেন এক ব্যক্তি। তার মেয়ে স্থানীয় হাজী ইয়াছির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। গত ২ মে ওই স্কুলছাত্রীকে ঘরে রেখে তার মা-বাবা হাওরে কৃষি কাজ করতে যান। এ সুযোগে একই এলাকার মৃত শিশু মিয়ার ছেলে বখাটে উজ্জল মিয়া (২৬) রাতের বেলা ঘরে প্রবেশ করে মেয়েটিকে কৌশলে ঘুমের ওষুধ মিশ্রিত জুস খাওয়ায়। এরপর মেয়েটি ঘুমিয়ে পড়লে উজ্জল মিয়া তাকে ধর্ষণ করে। এভাবে পরপর দুদিন ধর্ষণের কারণে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। ফলে বিষয়টি এলাকায় জানাজানি হয়ে যায়।

পরে স্থানীয় কাউন্সিলর কাজল মিয়া সালিশ ডাকেন। সেখানে উজ্জলকে ২০ হাজার টাকা জরিমানা করার মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দেওয়া হয়। এদিকে, মেয়েটির চিকিৎসা না হওয়ায় সে আরও অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে গত বুধবার (১৬ মে) দুপুরে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সংগঠক অন্নিকা দাশ মেয়েটিকে চিকিৎসা দিতে হাসপাতালে নেওয়ার জন্য তাদের বাড়িতে যান। এসময় খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশও ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বুধবার রাতেই ধর্ষণের শিকার স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে উজ্জলকে প্রধান আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

শনিবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানা পুলিশ রেমা কালেঙ্গা বন এলাকা থেকে উজ্জলকে আটক করে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, উজ্জলের আত্মীয়-স্বজনের সহযোগিতায় তাকে রেমা কালেঙ্গা বন এলাকা থেকে আটক করা হয়েছে। তিনি বলেন, ‘বর্তমানে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা