X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রাজশাহীতে অপহরণ মামলা নিয়ে মুখোমুখি পিবিআই-জেলা পুলিশ

রাজশাহী প্রতিনিধি
২০ মে ২০১৮, ০৭:২৯আপডেট : ২০ মে ২০১৮, ০৮:১২

অপহরণ

জিয়ারুল ইসলাম নামের এক ব্যক্তিকে অপহরণের ঘটনা ‍নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন –পিবিআই ও জেলা পুলিশ। ঘটনায় দায়েরকৃত মামলার অভিযোগ ঘটনা সঠিক নয় বলে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছিল রাজশাহীর পবা থানা পুলিশ। বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও সুপারিশ ছিল তাতে। কিন্তু আদালতের নির্দেশে দ্বিতীয় দফা তদন্তে নেমে পিবিআই বলছে, ওই ঘটনা ছিল সত্যিকার অর্থেই অপহরণ। কষ্টি পাথরের মূর্তির লোভেই ভুক্তভোগীকের অপহরণ করা হয়। এ বিষয়ে খুব শিগগিরই তদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলেও জানিয়েছে পিবিআই। তবে রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের তদন্ত প্রতিবেদন সঠিক ছিল।

মামলার এজাহার ও ভুক্তভোগী জিয়ারুল সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে বাড়ি তৈরির সময় মাটি খুঁড়ে প্রায় ১০ কেজি ওজনের একটি কালো পাথরের মূর্তি পান। মূর্তিটি মূল্যবান কষ্টি পাথরের বলে গ্রামে কথা ছড়িয়ে পড়ে। কয়েকদিন পর একই গ্রামের ইসমাইল হোসেন ২০ হাজার টাকা দিয়ে মূর্তিটি কিনতে চাইলে তিনি রাজি হননি।

জিয়ারুল বলেন, ২০১৬ সালের ৭ নভেম্বর ইসমাইল হোসেনসহ আরও কয়েকজন তাকে কৌশলে ডেকে একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। এরপর তার কাছে ওই মূর্তিটি দাবি করা হয়। একটি পেয়ারা বাগানে নিয়ে তাকে গলাকেটে হত্যারও হুমকি দেওয়া হয়। তারপরও মূর্তিটি দিতে রাজি না হওয়ায় তাকে চার দিন আটকে রেখে নির্যাতন করা হয়। ওই সময় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হলেও পুলিশ তাকে উদ্ধারে কোনো উদ্যোগ নেয়নি। তবে ১১ নভেম্বর রাতে মারা গেছেন ভেবে অপহরণকারীরা তাকে ফেলে দিয়ে যায়।

ওই ঘটনায় পরদিন পবা থানায় মামলা করেন জিয়ারুলের বড় ভাই তসলিম উদ্দিন। মামলায় ইসমাইল হোসেনসহ পাঁচজনকে আসামি করা হয়। মামলার অন্য চার আসামি হলেন- রাজশাহীর পুঠিয়া উপজেলার ধুইরিপাড়া গ্রামের বাসিন্দা আবদুল আহাদ (৪৮), দুর্গাপুর উপজেলার খালসি গ্রামের মাহাবুবুর রহমান (৪৩) এবং রাজশাহী নগরীর উপকণ্ঠ কাপাশিয়া এলাকার আইনাল হক (৪০)।

জিয়ারুল জানান, মামলা দায়েরের কিছু দিন পর পুলিশ দুই আসামিকে গ্রেফতার করলেও বাকি তিনজনকে গ্রেফতার করেনি। ওই সময় মামলার তদন্ত কর্মকর্তা ও পবা থানার তৎকালীন উপ-পরিদর্শক বিমল কুমার চাকি তাকে মামলা তুলে নিতে হুমকি দেন। ২০১৭ সালের ৩০ মার্চ ওই তদন্ত কর্মকর্তা আদালতে মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। তাতে মামলাটি মিথ্যা দাবি করে জিয়ারুল ও তার ভাই তসলিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়। প্রতিবেদনে বাদি নারাজি দিলে আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয়।

রাজশাহী পিবিআইয়ের এসআই সাইদুর রহমান বলেন, মামলাটি সত্য নাকি মিথ্যা, তা প্রমাণের জন্য মূর্তিটি উদ্ধার করাই প্রধান কাজ। মামলার প্রথম তদন্ত কর্মকর্তা সেটি উদ্ধারের কোনো চেষ্টা করেননি। উল্টো তিনি মামলাটি মিথ্যা বলে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিলেন। সাইদুর বলেন, মামলাটি যে সত্য, তা প্রমাণ করার মতো যথেষ্ট তথ্য তিনি পেয়েছেন। দ্রুতই আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হবে।

রাজশাহী পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আযাদ বলেন, পাচারকারী চক্র যখন জানতে পারে জিয়ারুল ইসলাম মূর্তি পেয়েছে। তখন তারা মূর্তিটি নেওয়ার চেষ্টার করে। মূর্তিটি না পাওয়াতে পাচারকারীরা তাকে অপহরণ করেছিল। শফিকুলসহ এই চারজন মূর্তি পাচারকারী চক্রের সদস্য। আর এ জন্যই তারা জিয়ারুলের বাড়িতে পাওয়া মূর্তিটি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। তবে মূর্তিটি আসলেই কষ্টি পাথরের কি না তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা যাচ্ছে না।

তবে শুক্রবার (১৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী জানান, মামলার অভিযোগপত্রে মূর্তি পাচার বিষয়ে বাদিপক্ষ থেকে কোনও অভিযোগ করেননি। অপহৃত হওয়ার পর তার ডাক্তারি পরীক্ষায় নির্যাতনের কোনো আলামত পাওয়া যায়নি। এছাড়া অপহরণের দিন মামলার প্রধান আসামি ও ভুক্তভোগী এক সঙ্গে ছিলেন। তার মানে অপহরণের ঘটনাটাও সাজানো।

সুমিত চৌধুরী বলেন, মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছিল। মিথ্যা মামলা করায় আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবীর সঙ্গে পরামর্শ করে মামলার বাদী এবং ‘ভিকটিম’ এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছিল।

/আরএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!