X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

অল্প বৃষ্টিতেই পানি জমে বাজারে, দুর্ভোগে ব্যবসায়ী ও ক্রেতারা

গাজীপুর প্রতিনিধি
২০ মে ২০১৮, ১১:২২আপডেট : ২০ মে ২০১৮, ১১:৩২

বৃষ্টি হলেই পানি জমে যায় বাজারে অল্প বৃষ্টি হলেই পানি জমে যায় গাজীপুরের শ্রীপুরের কেওয়া পশ্চিমখণ্ড (মাওনা চৌরাস্তায়) কাঁচাবাজারে। ফলে দুর্ভোগে পড়েন ব্যবসায়ী ও ক্রেতারা। বাজারের পাশে মাওনা-টেপিরবাড়ি সড়কে চলাচলকারী যানবাহন ও যাত্রীদেরও চরম ভোগান্তিতে পড়তে হয়।

টেপিরবাড়ী গ্রামের (মৃধা বাড়ী) কায়সার মৃধা খোকন বলেন, শ্রীপুর উপজেলার ব্যবসায়িক প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত মাওনা চৌরাস্তা। এখানকার কাঁচাবাজারে অল্প বৃষ্টি হলে প্রায় হাঁটু পানি জমে যায়। বাজারের ভেতর দিয়ে যাওয়া সড়কটির ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি ও কাদায় রাস্তা চলাচল অনুপযোগী হয়ে যায়। 

বৃষ্টি হলেই পানি জমে যায় বাজারে

শুক্রবার (১৮ মে) সরেজমিন ওই কাঁচাবাজার গিয়ে দেখা যায়,  বাজার ও আশপাশের এলাকার বাসিন্দারা পানিবন্দি হয়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, আশপাশের আবাসিক ভবন ও মার্কেট মালিকেরা রাতের আঁধারে তাদের সেপটিক ট্যাংকের ময়লা পানিতে ছেড়ে দেয়। ফলে মানুষকে ময়লা পানি মাড়িয়ে কাঁচাবাজারে আসতে হচ্ছে। রাস্তার এক পাশে থাকা কিতাব আলী প্লাজা ও ইয়াকুব আলী মাস্টার টাওয়ারে প্রবেশের বিকল্প পথও এটাই। তাই এসব মার্কেটে ঢুকতে দুর্ভোগে পড়ছেন ক্রেতারা। রমজান উপলক্ষে কাঁচাবাজারে তুলনামূলক ক্রেতার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দুর্ভোগে আরও বেড়েছে।

কাঁচাবাজারের ব্যবসায়ী আব্দুল মজিদ জানান, একটু বৃষ্টি হলেই সড়কের এই অংশে পানি জমে যায়। ড্রেন পরিষ্কার না করায় জলাবদ্ধতা বাড়ছে।

বৃষ্টি হলেই পানি জমে যায় বাজারে তিনি আরও বলেন, ‘এটা বৃষ্টির মৌসুম, এসময় প্রায়ই বৃষ্টি হবে। বৃষ্টিতে এমন জলাবদ্ধতা থাকলে তো ক্রেতা সংকটে পড়বো আমরা।’

চাল ব্যবসায়ী বেলাল হোসেন বলেন, ‘ড্রেন থাকার পরও এমন জলাবদ্ধতা মেনে নেওয়া যায় না। আমরা ব্যবসায়ীরা ভোগান্তি ও ক্ষতির সম্মুখীন হচ্ছি।’

ক্রেতা ইসমাইল হোসেন বলেন, ‘ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি মাড়িয়ে বাজারে যেতে হয়। একটা আধুনিক বাণিজ্যিক এলাকায় এমন দৃশ্য বেমানান। জনপ্রতিনিধিরা এই দুর্ভোগ দেখেও দেখেন না।’

অল্প বৃষ্টিতেই পানি জমে বাজারে, দুর্ভোগে ব্যবসায়ী ও ক্রেতারা

কাঁচামাল ব্যবসায়ী আব্দুল মালেক বলেন, ‘দীর্ঘদিন ধরেই দেখছি অল্প বৃষ্টিতেই বাজারে পানি জমে যায়। অথচ এর পাশে একাধিক বড় বড় বাণিজ্যিক মার্কেট রয়েছে। মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে অতি দ্রুত পানি অপসারণের উদ্যোগ নেওয়া জরুরি।’

শ্রীপুর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মাসুদুল ইসলাম বলেন, মাওনা চৌরাস্তা ও কাঁচাবাজার এলাকার জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব সড়ক ও জনপথ বিভাগের। এটি তারাই করবেন। অল্প বৃষ্টিতেই পানি জমে বাজারে, দুর্ভোগে ব্যবসায়ী ও ক্রেতারা

গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী গাউসুল হাসান মারুফ বলেন, স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক কিছুদিন আগে ওই এলাকা পরিদর্শন করেছেন। আগামী ছয় মাসের মধ্যে দুই কিলোমিটার দৈর্ঘ্যের ড্রেন তৈরি করা হবে। তখন আর এমন ভোগান্তি থাকবে না। ওই স্থানে ড্রেন আছে, কিন্তু আউটলেট নেই। ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তাছাড়া সড়কটির আশপাশের বাড়ির বর্জ্য ড্রেনে ফেলার কারণেও জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
সড়ক আইনে শাস্তি ও জরিমানা কমানোয় টিআইবির উদ্বেগ
সড়ক আইনে শাস্তি ও জরিমানা কমানোয় টিআইবির উদ্বেগ
পিসিবি প্রধানের আস্থা হারালেও শ্বশুরকে পাশে পাচ্ছেন শাহীন
পিসিবি প্রধানের আস্থা হারালেও শ্বশুরকে পাশে পাচ্ছেন শাহীন
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে