X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মাগুরায় বোরো সংগ্রহ অভিযান শুরু, সুযোগ পাচ্ছেন কালো তালিকাভুক্ত মিলাররাও

মাজহারুল হক লিপু, মাগুরা
২০ মে ২০১৮, ১২:৪২আপডেট : ২০ মে ২০১৮, ১৩:০৫

 

ধানের বস্তা

বোরো ধান  ঘরে তোলার কাজ প্রায় শেষের দিকে, শুরু হয়ে গেছে সরকারের বোরো সংগ্রহ অভিযান। তবে গতবার ধান না দেওয়ায় মাগুরার যে মিলারদের কালো তালিকাভুক্ত করা হয়েছিল, এবার তারাও ধান দিতে পারবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা খাদ্য বিাভাগ জানায়, এ বছর ৩৯২৭ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে ৩৮ টাকা কেজি দরে ১ মে থেকে বোরো সংগ্রহ অভিযান শুরু হয়েছে।

জানা গেছে, ১৯৪ জন মিলার এবার চাল দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। গত আমন মৌসুমে মাত্র ৮ জন মিলার চুক্তিবদ্ধ হয়েছিলেন, ১৬৮ মিলার কালো তালিকায় থাকায় চাল দিতে পারেননি।

সদর উপজেলার শত্রুজিৎপুর এলাকার মিলার সোনা উল্লাহ বলেন, ‘গত বছর বোরো সংগ্রহ অভিযানে সরকারি দর অত্যন্ত কম ছিল, তারপরও আমরা ৮ মিলার লোকসান দিয়ে চাল দিয়েছিলাম। চাল না দেওয়ায় ১৬৮ জন মিলারকে কালো তালিকাভুক্ত করা হয়। শাস্তিস্বরূপ গত আমন সংগ্রহ অভিযানে তাদের চুক্তির আওতায় আনা হয়নি। সরকার এবার আবার সেই কালো তালিকাভুক্ত মিলারদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। লোকসান গুনেছি আমরা, আর লাভের সময় তারা; এটি মেনে নেওয়া যায় না।’

এ ব্যাপারে গত মৌসুমের কালো তালিকাভুক্ত মিলার সারোয়ার হোসেন বলেন, ‘আমাদেরকে গত আমন সংগ্রহ অভিযানে চাল দিতে দেওয়া হয়নি। একারণে আমন সংগ্রহ অভিযান সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এই সুযোগে মধ্যসত্ত্বভোগী সিন্ডিকেট ফায়দা লুটেছে এবং চালের দাম বেড়ে গিয়েছিল। বৃহত্তর স্বার্থেই সরকার এবার আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে যা চালের বাজারকে স্থিতিশীল রাখবে বলে আমরা আশাবাদী।’

মাগুরা সদর উপজেলার সাজিয়ারা এলাকার মিলার জাফর মল্লিক বলেন, ‘আগামী বোরো সংগ্রহ অভিযানে সরকারের নির্ধারিত মূল্য বেশ ভালো। আমরা প্রস্তুত। আশা করছি সরকারের লক্ষ্য অর্জনে আমরা ভূমিকা রাখতে পারব।’

এ প্রসঙ্গে জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল হক বলেন, ‘ডিলার নিয়োগ সংক্রান্ত সব সিদ্ধান্ত উচ্চ পর্যায় থেকে নেওয়া হয় তাই আমাদের কোনও হাত নেই। আমরা শুধু তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করেছি। যেহেতু এবার নির্ধারিত মূল্য এবং ডিলারের সংখ্যা বেশি, তাই এবারের অভিযান শতভাগ সফল হবে বলে আমি অশাবাদী।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা