X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

অস্ত্রসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ মে ২০১৮, ১৭:১০আপডেট : ২০ মে ২০১৮, ১৮:১৫

 

অস্ত্রসহ গ্রেফতার তিন মাদক ব্যবসায়ী ‘মাদকের আখড়া’ খ্যাত চট্টগ্রাম নগরীর বরিশাল কলোনি থেকে অস্ত্রসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২০ মে) ভোর রাতে ওই কলোনির মালিপাড়া রেলওয়ে ৯ নম্বর কোয়ার্টারের ভেতরের রাস্তা থেকে সদরঘাট থানা পুলিশ তাদের গ্রেফতার করে। সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতার তিনজনের কাছ থেকে ৬২৩ পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, তিনটি কিরিচ ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে তিনি জানান।

গ্রেফতারকৃতরা হলেন মো. হানিফ ওরফে খোকন (৩৫), কাজী মোহাম্মদ আব্দুল্লাহ (২৮) ও খোকন কুমার দাশ (৩২)। তাদের মধ্যে হানিফ ফেনী জেলার সোনাগাজী থানার কুটিরহাট এলাকার বাসিন্দা আব্দুর রউফের ছেলে। অপর দুজনের মধ্যে আব্দুল্লাহ সাতকানিয়া উপজেলার বাসিন্দা কাজী গোলাম মাওলার ছেলে এবং খোকন কুমার দাশ পটিয়া উপজেলার বাসিন্দা রঞ্জিত কুমার দাশের ছেলে।

নেজাম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রেলওয়ের ৯ নম্বর কলোনিতে কয়েকজন ব্যবসায়ী মাদক বিক্রির জন্য একত্রিত হয়েছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, দীর্ঘদিন ধরে টেকনাফ, কুমিল্লা ও ফেনী থেকে মাদক এনে বরিশাল কলোনিতে বিক্রি করতো।’

তিনি আরও বলেন, ‘গ্রেফতারকৃতরা বরিশাল কলোনিতে মাদকের একটা বলয় তৈরি করে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েছে। বরিশাল কলোনিতে অন্য কোনও মাদক সিন্ডিকেট যেন প্রবেশ করতে না পারে সেজন্য তারা সব সময় নিজেদের সঙ্গে পিস্তল রাখতো।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়