X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ দুই জনের মৃত্যুদণ্ডের আদেশ

বাগেরহাট প্রতিনিধি
২১ মে ২০১৮, ১৭:০৪আপডেট : ২১ মে ২০১৮, ১৭:৩৬

নিহতের স্ত্রী ফাতেমা বেগম বাগেরহাটের মোরেলগঞ্জে স্বামী আলামিন ওরফে আলামকে হত্যার দায়ে স্ত্রীসহ দুইজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার (২১ মে) দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এ দণ্ডাদেশ দেন। একইসঙ্গে আদালত তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন নিহতের  স্ত্রী ফাতেমা বেগম (৪৬) ও তার প্রেমিক কুমারিয়াজোলা গ্রামের মিরাজ উদ্দিন শেখের ছেলে শাহজাহান শেখ (৬০)। মামলার অপর আসামি সাইফুল ইসলামকে আদালত বেকসুর খালাস দিয়েছেন। একই মামলায় আলামের লাশ গুম করার অপরাধে ২০১ ধারায় ওই দুজনকে ৭ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 

মামলার বিবরণে জানা গেছে, দক্ষিণ কুমারিয়াজোলা গ্রামের মৃত আইউব আলী শেখের ছেলে চার সন্তানের বাবা আলামীন শেখ ঢাকায় রিকশা চালাতেন। ২০১৫ সালের ১৬ মার্চ রাতে তিনি বাড়িতে আসেন। ওই রাতেই তার স্ত্রী ফাতেমা বেগম তাকে ঘুমন্ত অবস্থায় বালিশ চাপা দিয়ে ও গুপ্তি দিয়ে কুপিয়ে হত্যা করে। স্বামীকে হত্যার পরে রাতেই ফাতেমা বেগম তার প্রেমিক প্রতিবেশী শাহাজান শেখের সহযোগিতায় লাশ গোসলখানায় মাটিচাপা দিয়ে রাখে। এ হত্যার ঘটনা যাতে কারও নজরে না আসে সেজন্য ওই গোসলখানাতেই নিয়মিত গোসল করতো ফাতেমা বেগম।

এদিকে নিহত আলামীন শেখের ছেলে মোহাম্মদ আলী তার বাবার নিখোঁজের খবর জানিয়ে কেরানীগঞ্জ থানায় ২০১৫ সালের ২ এপ্রিল একটি সাধারণ ডায়েরি করেন। হত্যাকাণ্ডের প্রায় তিন মাস পর পুলিশ মোবাইলের কললিস্ট দেখে নিহতের স্ত্রী ফাতেমা বেগমকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে ফাতেমা বেগম হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করেন।

এ ঘটনায় নিহতের দুলাভাই মোড়েলগঞ্জ থানার দেবরাজ গ্রামের মৃত সম্তার আকনের ছেলে মোবারেক আকন (৬০) মোরেলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি সীতা রানী দেবনাথ। আসামিপক্ষে ছিলেন শেখ বাহাদুর ইসলাম। 

/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
এনার্জি মাস্টার প্ল্যান সংশোধনের দাবিব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া