X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পুলিশ পরিচয়ে প্রতারণা করায় এক ব্যক্তি আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ মে ২০১৮, ০৯:৩১আপডেট : ২২ মে ২০১৮, ১১:২২

 

পুলিশ পরিচয়ে প্রতারণা করায় এক ব্যক্তি আটক

কারা ফটকে ভুয়া পরিচয় দিয়ে আসামির স্বজনদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. নাইমুল ইসলাম ওরফে মিরাজ (৩২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে পুলিশে দিয়েছে জনতা। সোমবার (২১ মে) দুপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সামনে এ ঘটনা ঘটে। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন,‘নাইমুল প্রায়ই কারাফটকের সামনে ঘুরাঘুরি করতেন এবং আসামিদের স্বজনের কাছে কখনও নিজেকে পুলিশের উপ-পরিদর্শক, কখনও আইনজীবীর সহকারী, আবার কখনও আদালতের পেশকার পরিচয় দিতেন। আসামির স্বজনরা তার কথায় বিশ্বাস করলে জামিন করিয়ে দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতো। সর্বশেষ গত ১৪মে সুমি নামে এক নারীর কাছ থেকে তার স্বামীকে ছাড়িয়ে দেওয়ার কথা বলে ১০ হাজার টাকা হাতিয়ে নেন। ওই ঘটনায় সোমবার দুপুরে জনতা তাকে পিটিয়ে পুলিশে দিয়েছে।’

তিনি আরও বলেন,‘সুমি বেগমের স্বামী মাদক মামলায় গ্রেফতার হয়ে গত ২৬ এপ্রিল থেকে কারাগারে রয়েছেন। গত ১৪ মে সুমি কারাগারে তার স্বামীকে দেখতে যান। ওই সময় নাইমুল নিজেকে পুলিশের উপ-পরিদর্শক পরিচয় দিয়ে তার স্বামীকে গ্রেফতার করেছেন বলে জানান। তাকে ২০ হাজার টাকা দিলে আসামিকে জামিন করিয়ে দিবেন বলে সুমি বেগমের কাছ থেকে ১০ হাজার টাকা আদায় করেন। এরপর তার মোবাইল বন্ধ করে দেন। সোমবার দুপুরে সুমি তার স্বামীর সঙ্গে দেখা করতে গেলে নাইমুলের সঙ্গে পুনরায় তার দেখা হয়। এসময় জামিনের বিষয়ে জানতে চাইলে নাইমুল উল্টো সুমিকে গালাগাল দিয়ে তার স্বামীর ক্ষতি করার হুমকি দেন। এক পর্যায়ে সুমি চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাকে মারধর করে পুলিশে দেয়।

মোহাম্মদ মহসিন বলেন, তার নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। ভুয়া পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি সে স্বীকার করেছে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!