X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘বন্দুকযুদ্ধে’ ছাত্রদল নেতা নিহত: পুলিশের দাবি মাদক ব্যবসায়ী, পরিবারের দাবি নিরপরাধ

হানিফ উল্লাহ আকাশ, নেত্রকোনা
২২ মে ২০১৮, ১৬:৪৭আপডেট : ২২ মে ২০১৮, ১৮:৩১

আমজাদ হোসেনের পোস্টার নেত্রকোনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত মাদক ব্যবসায়ী আমজাদ হোসেন ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন। জেলা বিএনপির একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, আমজাদ বিএনপির স্থানীয় ও কেন্দ্র ঘোষিত সব কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। তবে জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি না থাকায় তিনি কোনও পদে ছিলেন না। পুলিশ জানায়, আমজাদের বিরুদ্ধে একাধিক দলীয় মামলা ছিল। এছাড়াও নেত্রকোনা মডেল থানায় খুন, অস্ত্র, বিস্ফোরক, দ্রুত বিচার, চুরি, মাদকসহ ১৩টি  মামলার আসামি ছিলেন আমজাদ। তবে স্বজনদের দাবি, আমজাদ নিরপরাধ ছিলেন। তার বিরুদ্ধে সবক’টি মামলাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিএনপি করার কারণেই তাকে ‘হত্যা’ করা হয়েছে।

নিহত আমজাদ হোসেন শহরের পশ্চিম নাগড়া এলাকার মৃত আলী হোসেনের ছেলে। তিনি জেলা ছাত্রদলের একজন সক্রিয় কর্মী বলে নিশ্চিত করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুজ্জামান দুদু। সম্প্রতি দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে বিস্ফোরক ও দ্রুত বিচার আইনে মামলারও আসামি আসামি ছিলেন আমজাদ। সোমবার (২১ মে) বিএনপির মামলার শুনানি চলাকালে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে  আদালত পাড়ায়ও ছিলেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. আনোয়ারুল হক বলেন, ‘আমজাদ ছাত্রদলের সক্রিয় কর্মী। সর্বশেষ বিএনপির রাজনৈতিক মামলায় সে আমার সঙ্গে আসামির তালিকায় ছিল। যদি সে আসামি হয় বা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকে তাহলে তাকে দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার করা যেত। এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’

পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার দিনগত গভীর রাতে আমজাদকে তার বাসা থেকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী সদর উপজেলার বড়ওয়ারি বালুমহাল এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অস্ত্র উদ্ধার করতে গেলে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীর একটি দল পুলিশের ওপর হামলা করে। পুলিশও পাল্টা গুলি চালালে এই নিহতের ঘটনা ঘটে। এ সময় নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন খান, উপপরিদর্শক মহসীন, মামুন, মুকবুল ও পুলিশ সদস্য মালেক আহত হন। আহতরা নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম জানান,  ‘অভিযানে ৫০০ গ্রাম হেরোইন, ৩০৫ পিস ইয়াবা, একটি পাইপগান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।’

আমজাদের মামা আমিনুল হক বলেন, ‘আমার ভাগ্নে কোনও দিন একটি সিগারেটও খায়নি। এলাকায় খবর নিন। সে কোনও নিরীহ মানুষকে নির্যাতন করেছে তা কেউ বলতে পারবে না। মামলা যেগুলো সব রাজনৈতিক মামলা। বিএনপি করতো বলেই আজ তাকে হত্যা করা হয়েছে।’

নিহত আমজাদকে দেখতে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা এবং উৎসুক জনতা তার বাড়িতে ভিড় করেন। এ সময় জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবু বলেন, ‘সে আমাদের সংগঠনের সক্রিয় কর্মী। এ বিষয়ে আপনাদের কাছে শিগগিরই বিবৃতি দেওয়া হবে।’

নেত্রকোনা পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলেন, ‘কেউ বা কোনও দল যদি অপরাধীদের লালন করে তাহলে তো কিছু বলার নেই। মাদক ব্যবসায়ী যে দলেরই হোক না কেন, এ বিষয়ে কোনও ছাড় দেবে না পুলিশ। এই অভিযান আগামী কয়েকদিন অব্যাহত থাকবে।’

মঙ্গলবার দুপুরে জানাজা শেষে আমজাদ হোসেনকে সাতপাই পৌর কবরস্থানে দাফন করা হয়।

আরও পড়ুন- বন্দুকযুদ্ধে নিহত আরও ১১ ‘মাদক ব্যবসায়ী’

/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ন্যাপ বাস্তবায়নে উন্নত দেশগুলোর প্রতি পর্যাপ্ত সহায়তার আহ্বান
ন্যাপ বাস্তবায়নে উন্নত দেশগুলোর প্রতি পর্যাপ্ত সহায়তার আহ্বান
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
কুবিতে উপাচার্য-ট্রেজারার-প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, ৩ দফতরে তালা
কুবিতে উপাচার্য-ট্রেজারার-প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, ৩ দফতরে তালা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা