X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে অপহৃত দুই ঠিকাদারকে গাজীপুরে উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
২২ মে ২০১৮, ২০:৪১আপডেট : ২২ মে ২০১৮, ২০:৫৩

অপহৃত দুই জন (ছবি- প্রতিনিধি)

নারায়ণগঞ্জ থেকে অপহরণের একদিন পর দুই তরুণকে গাজীপুরের কালিয়াকৈর থেকে উদ্ধার করে পুলিশে দিয়েছে জনতা। এসময় তারা অপহরণের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও প্রাইভেটকার এবং ঘটনার সঙ্গে জড়িত পাঁচ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। মঙ্গলবার (২২ মে) সকালে কালিয়াকৈরের মাঝুখান এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় অপহৃতদের উদ্ধার করা হয়। কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আটকৃতরা হলো– সজিব হোসেন (২২), প্রাইভেটকারের চালক আল-আমিন (২০), তালিম হোসেন (২০), নিরব হোসেন (২৮) এবং রাজু আহমেদ।

পুলিশ জানায়, গতকাল সোমবার সকাল ১০টায় একটি কারখানায় কাজের ঠিকাদারি নিয়ে দেওয়ার কথা বলে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ঠিকাদার রমজান সরদার ও তার জামাতা সম্রাট মিয়াকে ঢাকার মিরপুরে নিয়ে আসে অপহরণকারীরা। পরে সেখান থেকে তাদের কৌশলে একটি প্রাইভেটকারে তুলে মীরপুরের একটি গ্যারেজে রাত পর্যন্ত আটকে রাখে অপহরণকারীরা। একপর্যায়ে তারা অপহৃত দুই জনের স্বজনদের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এসময় অপহরণকারীরা ডাচ্ বাংলা ব্যাংকের ৪টি চেকে অপহৃতদের স্বাক্ষর নেয়। আজ (মঙ্গলবার) সকালে অপহরণকারীরা ঠিকাদার রমজানকে একটি প্রাইভেটকার এবং তার জামাতা সম্রাটকে মোটরসাইকেলে করে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাঝুখান এলাকায় নিয়ে যায়।

পাঁচ অপহরণকারী (ছবি- প্রতিনিধি)

পুলিশ আরও জানায়, মাঝুখান বাজারে পৌঁছলে সম্রাট চিৎকার শুরু করেন। তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করেন এবং দুই অপহরণকারীকে আটক করেন। পরে দুই অপহরণকারীর স্বীকারোক্তিতে স্থানীয়রা পাশের আমতলা এলাকা থেকে অপহৃত রমজানকে প্রাইভেটকার থেকে উদ্ধার করেন। এসময় প্রাইভেটকারের চালকসহ আরও তিন অপহরণকারীকে আটক করা হয়। পরে স্থানীয়রা অপহরণকারীদের পিটুনি দিয়ে কালিয়াকৈর থানায় সোপর্দ করেন।

এসআই সাইফুল ইসলাম জানান, পুলিশ অপহরণের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও প্রাইভেটকার জব্দ করেছে। বিকালে আটককৃতদের মিরপুরের পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন