X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট অবরুদ্ধ, চার জনের দণ্ড

ফেনী প্রতিনিধি
২৩ মে ২০১৮, ০৪:৫৬আপডেট : ২৩ মে ২০১৮, ০৫:১৪

ব্যবসায়ীকে জরিমানা করার পর ভাঙচুর ফেনীতে এক ব্যবসায়ীসহ চার জনকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২২ মে) নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা তাদের এই দণ্ড দেন।

ম্যাজিস্ট্রেট সোহেল রানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মঙ্গলবার দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড হক টাওয়ারের মায়াবী ফ্যাশনে অভিযান পরিচালানা করি। এসময় দোকানে থাকা ৪ হাজার ৫০০ পিস শাড়ির মধ্যে প্রায় ২ হাজার পিসের কোনও ইনভয়েস বা বৈধ কাগজ দেখাতে পারেননি মালিক শামসুল আলম (৫০)। এই অপরাধে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তারপর মায়াবীর মালিক উত্তেজিত হয়ে আমার সঙ্গে দুর্ব্যবহার করেন ও হুমকি দেন। প্রতিষ্ঠানের কর্মচারীরা নিচে গিয়ে গাড়ি ভাঙচুরসহ সরকারি কাজে বাধা দেন। অসাধু ব্যবসায়ীরা আমাকে ঘিরে ফেলেন। তারা পাশের দোকান ভাঙচুর ও আমার গাড়িতে ইট নিক্ষেপ করেন। একসময় তারা আমাকে অবরুদ্ধ করে রাখেন। পরে ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরীর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।’

ম্যাজিস্ট্রেট অবরুদ্ধ ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, সরকারি কাজে বাধা দেওয়ায় পরে আদালত শামসুল আলমকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও আরও ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। এছাড়া একই অপরাধে মায়াবীর কর্মচারী জহিরুল ইসলাম বাবুকে (২১) দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড; জামাল উদ্দিন (৩০) ও ফরহাদ ইয়াছিন (২০) উভয়কে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে বিএসটিআই পরিদর্শক আশিকুজ্জামান, ফিল্ড অফিসার সাইফুর রহমান, স্যানিটারি ইন্সপেক্টর মো. আব্দুর রহমান ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

গ্র্যান্ড হক টাওয়ারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সহিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধের ঘটনা দুঃখজনক। এ ঘটনার সঙ্গে মার্কেটের সাধারণ ব্যবসায়ীরা জড়িত নয়। তবে মার্কেটের ব্যবসায়ীদের ব্যবসা-বাণিজ্য ভালো যাচ্ছে না। ওই ব্যবসায়ীর এক লাখ টাকা জরিমানা করায় ক্ষুব্দ হয়ে ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণ করেছে। যা একজন ব্যবসায়ী হিসাবে কোনোভাবে ঠিক করেনি শাসমুল আলম। মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করছি।’

 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়