X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার যারা করে তারা টিকতে পারে না’

পিরোজপুর প্রতিনিধি
২৩ মে ২০১৮, ১১:০৪আপডেট : ২৩ মে ২০১৮, ১১:৩৬

পিরোজপুরে আনোয়ার হোসেন মঞ্জু পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, ‘মানুষের অধিকার প্রতিষ্ঠায় ও দুর্নীতি রোধে আমরা কাজ করে যাচ্ছি। একজনের প্রভাব প্রতিপত্তিতে আরেকজনের জীবন দুর্বিসহ হয়ে উঠবে আমরা সেজন্য স্বাধীনতা চাইনি। রাষ্ট্রীয় ক্ষমতার যারা অপব্যবহার করেন এবং যারা অন্যের রিজিক ছিনিয়ে নেন তারা টিকতে পারেন না। মনে রাখতে হবে রাষ্ট্রীয় ক্ষমতাসহ যে কোনও ধরণের ক্ষমতা আল্লাহ দেন, আবার তা কেড়েও নেন। সংযম সহিঞ্চুতা ও ধৈর্য বজায় রেখে আমাদের জীবনযাপন করা উচিত।’

মঙ্গলবার বিকালে পিরোজপুরে কাউখালী উপজেলার জোলাগাতি মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়  মাঠে শিয়ালকাঠি ইউনিয়ন জাতীয় পার্টি (জেপি) আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে  প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন মঞ্জু একথা বলেন।

মন্ত্রী  বলেন, ‘আজ দেশে এক পক্ষ আরেক পক্ষকে  সমূলে উচ্ছেদ করার চেষ্টায় ব্যস্ত। তাদের মধ্যে  সহিঞ্চুতা নেই। তৃণমূল থেকে উচ্চ পর্যায় পর্যন্ত যারা আছেন তারা এক দল করেন, একই ভাষায় কথা বলেন, আবার পরস্পরকে মারতে চান। এই মারমুখী ভাবকে নিয়ন্ত্রণ করা উচিত। সবার বিনয়ী হওয়া উচিত, ভালো ব্যবহার করা উচিত। দায়িত্বশীল ও ক্ষমতাবানদের মধ্যে বেশি বেশি সংযমবোধ থাকা প্রয়োজন। যা আমাদের ধর্মের শিক্ষা হলেও এর অভাব রয়েছে সর্বত্র।’

আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘এ দেশ আরও উন্নত হবে। এ দেশের মানুষের আর্থিক অবস্থার আরও পরিবর্তন হবে। এর জন্য তৃণমূলের রাস্তাঘাট, পুল-কালভার্ট নির্মাণ, বিদ্যুতায়ন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নসহ সব কাজে জনগণকে জবাবদিহিতা চাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। উন্নয়নকাজে নিয়োজিত ব্যক্তিদের প্রতিটি কাজ সবার তদারকি করা উচিত। সামনে নির্বাচন আসছে। ধৈর্যের সঙ্গে, সহিঞ্চুতার সঙ্গে ভোটের অধিকার সংরক্ষণ করার জন্য সবার প্রস্তুতি নেওয়া উচিত। ভোটের আগে ও পরে সার্বিক পরিস্থিতি যাতে শান্তিপূর্ণ থাকে সেদিকে সংশ্লিষ্টদের সজাগ থাকতে হবে।’

ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে অংশ নেন পানি উন্নয়ন বোর্ডের বরিশাল অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রমজান আলী, ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, জেপি’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক হুমায়ুন কবির তালুকদার রাজু, কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক ও যুব সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কাউখালী উপজেলা জেপি’র সভাপতি মাহবুবুর রহমান খান, সাধারণ সম্পাদক শাহ আলম নসু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক কাজি মাসুদ ইকবাল, শিয়ালকাঠি ইউনিয়ন চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার প্রমুখ।

পানিসম্পদমন্ত্রী এর আগে কাউখালী সদর ইউনিয়নে গোসনতারা মেজর নজরুলের বাড়ি থেকে জয়কুল আরএইচডি সড়ক পর্যন্ত রাস্তা নির্মাণকাজ এবং বাংলাদেশ জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে আমড়াজুড়ি ইউনিয়নে কাউখালী-স্বরূপকাঠি  আরএইচডি ফেরিঘাট থেকে জুলুহার জিসি ভায়া মাগুরা বোর্ড জিপিএস সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেন।  এ ছাড়া তিনি শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদ অফিস আরএইচডি সড়ক থেকে পাঙ্গাশিয়া জিসি (ফুটওভার ব্রিজ) পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। এর আগে  মন্ত্রী কাউখালী উপজেলা পরিষদ চত্বরে  দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ক্ষুদ্র চাষিদের কৃষি সহায়ক প্রকল্পের আওতায়  পাওয়ার টিলারের চাবি কৃষকদের মাঝে হস্তান্তর করেন।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’