X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বগুড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ

বগুড়া প্রতিনিধি
২৩ মে ২০১৮, ১৫:২৬আপডেট : ২৩ মে ২০১৮, ১৫:৩২

বগুড়া বগুড়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শাহীন মিয়া ওরফে হাজি শাহীন (৪২) নামে এক মাদক ব্যবসায়ী হাঁটুতে গুলিবিদ্ধ হয়েছেন। গ্রেফতারের পর তার কাছে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে ১০ ইঞ্চি লম্বা একটি বার্মিজ চাকু ও বন্দুকের গুলির (কার্তুজ) ৮টি খোসা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে শহরতলির ছিলিমপুর নতুন রাস্তায় এ ঘটনায় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। বগুড়া সদর থানায় শাহীনের বিরুদ্ধে মাদক ও পুলিশের ওপর হামলার পৃথক মামলা করে পুলিশ।

বুধবার দুপুরে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, শাহীন শহরের চকসূত্রাপুর হাড্ডিপট্টি এলাকার আজিজার রহমানের ছেলে। তিনি মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে সদর থানায় ৬টি মামলা রয়েছে।

সনাতন চক্রবর্তী আরও জানান, মঙ্গলবার রাত ১টার দিকে শহরতলির ছিলিমপুর নতুন রাস্তায় একদল মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ভাগাভাগি করছিল। গোপনে খবর পেয়ে সেখানে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষায় পুলিশও শটগান দিয়ে ৮ রাউন্ড গুলি ছোড়ে। এসময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও শাহীন হাঁটুতে গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। তার কোমড়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। ঘটনাস্থলে একটি বার্মিজ চাকু ও বন্দুকের গুলির (কার্তুজ) ৮টি খোসা পাওয়া যায়। তবে এসব খোসা পুলিশের না মাদক ব্যবসায়ীর গুলির তা নিশ্চিত করে বলতে পারেননি ওই কর্মকর্তা।

ঘটনার সময় আহত এএসআই আলমাস ও কনস্টেবল হানিফ মিয়াকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের উদ্ধৃতি দিয়ে পুলিশ কর্মকর্তা আরও জানান, হাঁটুতে গুলিবিদ্ধ শাহীন শঙ্কামুক্ত। তার বিরুদ্ধে সদর থানায় মাদক ও পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক মামলা হবে।

এদিকে পুলিশ মাদকবিরোধী অভিযানে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায়  বগুড়ায় ২৫ জন গ্রেফতার এবং ৫৭৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ বোতল ফেনসিডিল, ৫ কেজি গাঁজা ও ২২৫ অ্যাম্পুল নেশার ইঞ্জেকশন উদ্ধার করেছে।

আরও পড়ুন- মাদকবিরোধী অভিযান: বন্দুকযুদ্ধে নিহত ৯

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’