X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় ‘বন্ধুকযুদ্ধে’ আরও দুই ‘মাদক ব্যবসায়ী’ নিহত

কুমিল্লা প্রতিনিধি
২৪ মে ২০১৮, ০৩:৩৭আপডেট : ২৪ মে ২০১৮, ০৭:৩৪

বন্দুকযুদ্ধ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ বাবুল মিয়া ওরফে লম্বা বাবুল (৩৮) ও সদর দক্ষিণে রাজিব (২৬) নামের দুই ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার (২৪ মে) রাত ১টার দিকে চৌদ্দগ্রামের উপজেলার আমানগন্ডা এলাকায় ও রাত সোয়া ২টা দিকে দক্ষিণ সদরের গোয়ালমথন এলাকায় এ দু’টি ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।  

নিহত বাবুল মিয়া ওরফে লম্বা বাবুল উপজেলার পৌর এলাকার মৃত হাফেজ আহমেদের ছেলে এবং নিহত রাজিব সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি সংলগ্ন চাঙ্গিনী গ্রামের মৃত শাহ আলমের ছেলে। পুলিশের দাবি, উভয়ই তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। উভয় ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। 

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল বলেন, ‘মাদকের চালান যাচ্ছে- এমন গোপন সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে মাদক ব্যবসায়ী পুলিশের ওপর হামলা করে। পুলিশ আত্মরক্ষার্থে গুলি করলে ঘটনাস্থলে বাবুল গুলিবিদ্ধ হন। তার বিরুদ্ধে ৫টি মাদকের মামলাসহ ৬টি মামলা রয়েছে।’ ঘটনাস্থল থেকে ২শ’ বোতল ফেন্সিডিল ও একটি এলজি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। 

ওসি আরও জানান, রাত আড়াইটার দিকে থানা পুলিশের পক্ষ থেকে বাবুলকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করে। অভিযানে এসআই মোজাহের, কনস্টেবল মিজান ও ফরিদ আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।  

সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, রাত সোয়া ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম পুরাতন ট্যাংক রোডের গোয়ালমথন এলাকায় অভিযান চালানো হয়। এসময় মাদক ব্যবসায়ীরা একটি প্রাইভেট-কারে মাদকদ্রব্য নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী রাজিব ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। তখন আত্মরক্ষার জন্য পুলিশও ১৭ রাউন্ড গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন মাদক ব্যবসায়ী রাজিব। আহত রাজিবকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

ওসি আরও জানান, রাজিবের বিরুদ্ধে থানায় ১৩টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে কার্তুজসহ একটি এলজি, ৫০ বোতল ফেনসিডিল এবং ৪০  কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ অভিযানে ওসি নজরুল ইসলাম নিজেসহ এস আই শামসুদ্দিন ও এসআই অঞ্জন কুমার সাহা আহত হয়েছেন বলেও জানান তিনি। 

উল্লেখ্য, আগের দুই দিনে কুমিল্লা সদর উপজেলার বিবির বাজার অরণ্যপুর এবং টিক্কারচর এলাকায় পুলিশের কুমিল্লা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শরীফ (২৬), পিয়ার আলী (২৮) ও নুরুল ইসলাম ইছা (৩৫) নামে ৩ জন নিহত হন। 






















 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন